নাগরপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

টাঙ্গাইল নাগরপুর

স্টাফ রিপোর্টার, নাগরপুর ॥
টাঙ্গাইলের নাগরপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। নাগরপুর প্রেসক্লাবের সকল সদস্যের উপস্থিতিতে (কন্ঠ ভোটে) দৈনিক যুগান্তরের প্রতিনিধি আক্তারুজ্জামান বকুল পূর্ণরায় সভাপতি ও দৈনিক মজলুমের কন্ঠের প্রতিনিধি এরশাদ মিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এর আগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আগামী সাত কার্যদিবসের মধ্যে পুর্ণাঙ্গ কার্যকরি কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মন্টু মিয়া, সহ-সভাপতি আবু বকর সিদ্দিক। এ সময় প্রেসক্লাব সদস্য আমজাদ হোসেন রতন, কায়কোবাদ মিয়া, আব্দুল আলীম, শহিদুল হক এলিস, পংকজ কুমার সাহা, কেএম সেলিম, তোফাজ্জল হোসেন তুহিন, মাসুদুর রহমান মাসুদ, নজরুল ইসলাম, মাসুদ রানা, রিপন খান রবিন, কবির হোসেন, শাকিব হোসেন, হারুন খান, ডা. এমএ মান্নান, রিপন কুমার সাহা, তারিকুল ইসলাম, জীবন কুমার শীল, শামিম ও আরিফুল ইসলাম আরিফ উপস্থিত ছিলেন।

 

 

 

 

Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *