স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে আন্তঃ জেলা নারীসহ ডাকাত দলের ১০ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি (উত্তর)। শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে জেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার সোহাগপুর এলাকায় অভিযান চালিয়ে আন্তঃ জেলা ডাকাত দলের ১০ সদস্যকে গ্রেফতার করা হয়। ডাকাত দলের ৮ জনই নারী সদস্য। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি হাইচ মাইক্রোবাস জব্দ করা হয়।
টাঙ্গাইলের ডিবি (উত্তর) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ডিবি (উত্তর) এর একটি দল শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে মির্জাপুর উপজেলার সোহাগপুর এলাকায় অভিযান চালিয়ে আন্তঃ জেলা ডাকাত দলের ১০ সদস্যকে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল এলাকার খালাই মিয়ার ছেলে সুরত মিয়া (৩৮), একই এলাকার আবু মিয়ার মেয়ে তাসলিমা (৩২), মৃত ইউনুস আলীর মেয়ে আসমা বেগম (৩০), মৃত কালামের মেয়ে আলেয়া (৩৭), কাদিরের মেয়ে সোনিয়া আক্তার (২১), নূর মিয়ার মেয়ে রিফা আক্তার (২৬), সরাইল এলাকার মৃত মজিবর রহমানের মেয়ে আকলিমা বেগম (৪০), মৃত সমুজ আলীর মেয়ে সেলিনা বেগম (৩২), হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বাঘাসুরা এলাকার রমজান মিয়ার মেয়ে জুলেখা বেগম (৩১) ও ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার কুশমাইল টেকিপাড়া এলাকার ছামসুল হকের ছেলে সেলিম সরকার (৩৭)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা হায়েচ মাইক্রোবাসযোগে মির্জাপুর থানা এলাকায় হিন্দু বাড়ীতে ডাকাতি করার উদ্দেশ্যে সকল মহিলা আসামীরা মাথায় সিঁধুর, কপালে টিপ এবং হাতে শাঁখা পরে ডাকাতি করার প্রস্তুতি নিয়ে গাজীপুরের সালনা এলাকায় এসে ঘটনাস্থলে একত্রিত হয়। গ্রেফতারকৃত ডাকাত দলের প্রায় সবাই ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বাসিন্দা। এসব ডাকাতরা তথ্য সংগ্রহ করে বিভিন্ন বাড়িতে, হাসপাতালসহ বিভিন্ন জনসমাগম স্থলে ভিড়ের সুযোগ নিয়ে ছিনতাই এবং ডাকাতি করে থাকে। নিজেদের পরিচয় আড়াল করে বিশ্বাসযোগ্য করে তুলতে তারা কখনো হিন্দু বা অন্য যেকোন ধর্মীয় পোশাক এবং বেশ ধারণ করে থাকে। আসামী সকলেরই ডাকাতিসহ বিভিন্ন অপরাধের রেকর্ড রয়েছে।
এ ঘটনায় এসআই মনির হোসেন বাদী হয়ে ডাকাতদের বিরুদ্ধে মির্জাপুর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।