স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় সখীপুর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক, পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল মালেক মিয়াকে গ্রেফতার করছে পুলিশ। শনিবার (২৮ ডিসেম্বর) দুপুর ১টায় নিজ বাড়ি প্রতিমাবংকী থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, গ্রেফতার হওয়া মালেক মিয়া গত (৩ আগস্ট) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হামলার আসামি ছিলেন। তাকে পাঁচ দিনের রিমান্ডে চেয়ে টাঙ্গাইল আদালতে সোপর্দ করা হবে। এ পর্যন্ত ওই মামলার মোট ১৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি জানান। বাকি আসামিদেরও গ্রেফতারে প্রক্রিয়া চলছে।
১৪ Views