এলেঙ্গা শাহীন স্কুলে ছাত্রছাত্রীদের পুরষ্কার বিতরণ

কালিহাতী টাঙ্গাইল শিক্ষা

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় শাহীন স্কুলের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন, ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণ করা হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) সকালে এলেঙ্গা পৌর এলাকার হলপাড়ের জরিনা ম্যানসনে অনুষ্ঠানটি হয়। এতে প্রধান অতিথি হিসেবে কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে পুরষ্কার তুলে দেন শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মুহাম্মদ মাছুদুল আমীন শাহীন।
এ সময় উপস্থিত অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, নতুন প্রজন্মের এই কোমলমতি ছেলেমেয়েরাই আগামীর ভবিষ্যত। তাই তাদেরকে সুশিক্ষিত ও আদর্শের সাথে গড়ে তুলতে হবে। এজন্য মা-বাবা ও অভিভাবকদের সচেতন হতে হবে। সন্তানের প্রতি যত্নশীল ভূমিকা পালন করতে হবে। অনুষ্ঠানে শাহীন স্কুল এলেঙ্গা শাখার পরিচালক আব্দুল জলিল, সহকারী পরিচালক লিটন মিয়াসহ শিক্ষক শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

৩২ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *