স্পোর্টস রিপোর্টার ॥
প্রতিদ্বন্দিতাপূর্ন চল্লিশোর্ধ ফুটবল ম্যাচে তুলনামূলক ভালো খেলেও শেষ মুহুর্তে ফিফটি ক্লাবের রক্ষণসেনা সুজিতের মারাত্মক ভুলে টেন ক্লাবের স্টাইকার গোবিন্দ একমাত্র সুযোগ পেয়ে গোল করলে (১-০) গোলে ফিফটি ক্লাব পরাজিত হয়।
রোববার (২৯ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত ফোরটি আপ ব্রাদার্সের আয়োজনে উইন্টার সিজন ফুটবল টুর্নামেন্টের ফিফটি ক্লাবের সাথে টেন ক্লাবের প্রথম পর্বেও শেষ খেলা অনুষ্ঠিত হয়। এতে টেন ক্লাব একমাত্র গোলে জয়লাভ করে ৭ পয়েন্ট নিয়ে প্রথম পর্বে শীর্ষে অবস্থান করছে।
খেলার শুরু থেকে টেন ক্লাব ও ফিফটি ক্লাবের আক্রমন পাল্টা আক্রমনগুলো মধ্য মাঠে সীমাবদ্ধ থাকে। মাঝে মাঝে বিক্ষিপ্ত আক্রমন থেকে বল পেয়ে ফিফটি ক্লাবের স্টাইকারদের ব্যর্থতায় প্রথমার্ধ গোলশূন্য থাকে। খেলার দ্বিতীয়ার্ধের শুরু থেকে ফিফটি ক্লাব কিছুটা প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে। এ সময় ফিফটি ক্লাবের পিনাকে দে ও হাবিব দুটি গোল মিস মার্জনীয়। খেলার শেষ মুহুর্তে টেন ক্লাবের অধিনায়ক অনুপমের ভলি শট রক্ষণ সেনা সুজিত একটি কাউন্টার এ্যাটাকের বল ক্লিয়ার করতে ব্যর্থ হন। এ সময় ফাঁকায় দাঁড়ানো টেন ক্লাবের স্টাইকার গোবিন্দ বল পেয়ে হেড করে ফিফটি ক্লাবের গোলরক্ষক বিজয়কে সহজেই পরাস্ত করে (১-০) গোল করে।
টুর্নামেন্টের প্রথম রাউন্ড শেষে টেন ক্লাব ৩ ম্যাচে ২টি জয় এবং ১ ম্যাচে ড্রয়ের ফলে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে। হ্যাটডেট ক্লাব ৩ ম্যাচে ১টি জয় এবং ২টি ম্যাচে ড্র করে ৫ পয়েন্ট দ্বিতীয় স্থানে আছেন। ওয়ান ক্লাব ১টি ম্যাচে পরাজয় এবং ২টি ম্যাচে ড্র করে ২টি পয়েন্ট অর্জন করেছে এবং ফিফটি ক্লাব ২টি ম্যাচে পরাজয় এবং ১টি ম্যাচে ড্র করে ১ পয়েন্ট নিয়ে ৪র্থ স্থানে অবস্থান করছে।
দুই দলের খেলোয়াড়রা হলেন- টেন ক্লাব- শামীম আল মামুন, প্রফেসর সানোয়ার, মতিন, বিশ^জিৎ, ইমরান, উজ্জল, আশরাফ আর্মি, গোবিন্দ কর্মকার ও ইফতেখারুল অনুপম।
ফিফটি ক্লাব- সুজিত কুমার সাহা, বিজয় কর্মকার, বাদল ভূইয়া, খায়রুল, উজ্জল (ব্যাংকার), সৈয়দ বেলাল, হাবিব ও ড. পিনাকী দে।
রেফারী- সুলতান মাহমুদ এবং ম্যাচ রেফারী- মোজাম্মেল হক।
উইন্টার সিজন ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলা অনুষ্ঠিত হবে আগামী শনিবার (৪ জানুয়ারি)। এ খেলায় অংশগ্রহণ করবে- ওয়ান ক্লাব বনাম টেন ক্লাব।