স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল শহরের বিশ্বাসবেতকা এলাকায় ‘সংখ্যালঘু’ ট্যাগ ব্যবহার করে ৭০ বছর ধরে ব্যবহৃত বাড়ি জবরদখলের পায়তারা করা হচ্ছে। রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শাওন আল মনসুর ওই অভিযোগ করেছেন।
সংবাদ সম্মেলনে শহরের বিশ্বাস বেতকা এলাকার মৃত দুলাল আল মনসুরের ছেলে শাওন আল মনসুর লিখিত বক্তব্যে জানান, বিগত ১৯৪০, ১৯৫৩ এবং ১৯৬৪ খ্রিস্টাব্দে বেতকা মৌজার রেজিস্ট্রি দলিলমূলে ৭৩ শতাংশ ভূমি তাদের বংশের রিজিয়া বেগম মালিকানাপ্রাপ্ত হন। এসএ খতিয়ানের ১০৫৪, ১০৫৫, ১০৫৬ ও ১০৫৭ নম্বর দাগের ৭৩ শতাংশ ভূমি বংশ পরম্পরায় ভোগদখল করছেন। দীর্ঘদিনেও কেউ তাদের ওই ৭৩ শতাংশ ভূমির মালিকানা কখনও দাবি করেনি।
তিনি বলেন, স্থানীয় কতিপয় দুষ্টুলোকের প্ররোচণায় একটি হিন্দু পরিবার ওই সম্পত্তি নিজেদের দাবি ও ‘সংখ্যালঘু’ ট্যাগ ব্যবহার করে গত (১৭ ডিসেম্বর) ২০০-২৫০ লোক নিয়ে জবরদখল করতে আসে। তারা বাড়ির বাউন্ডারী ভেঙে ফেলে এবং সিমেণ্টের পিলারসহ নানা সরঞ্জাম লুট করে নিয়ে যায়। তাদের সন্ত্রাসী কার্যকলাপের বিষয়ে টাঙ্গাইল সদর থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা এবং সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্য ও বিভিন্টন প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।