সখীপুর প্রতিনিধি ॥
কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাড. আহমেদ আযম খান বলেছেন, সখীপুরে বনবিভাগকে আর একটি ঘরও ভাঙতে দেওয়া হবে না। এখানে শত বছরের বসতভিটায় নতুন ঘর তুলতে গেলে পুরাতন ঘর সংস্কার করলেও আপনারা বাঁধা দেন। টাকা না দিলে আপনারা ঘর তুলতে দেন না তাদের নামে মামলা দেন। দেহে প্রাণ থাকতে সখীপুরে জনসাধারণের আর কোন বাড়িঘর ভাঙতে দেওয়া হবে না। আগামী নির্বাচনে নির্বাচিত হলে সংসদে বসেই আটিয়া বন অধ্যাদেশ ৮২ বাতিল করা হবে।
শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলায় জনসাধারণের উপর বন বিভাগের অত্যাচারের প্রতিবাদে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বন বিভাগের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
স্থানীয় ডাকবাংলো চত্ত্বরে অনুষ্ঠিত সমাবেশে সখীপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু, পৌর বিএনপির সভাপতি নাছির উদ্দীন, সাধারণ সম্পাদক মীর আবুল হাশেম, বিআরডিবি চেয়ারম্যান ফরহাদ ইকবালসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।