টাঙ্গাইলের দিঘুলিয়ায় বিন্দুবাসিনী ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত

খেলা টাঙ্গাইল টাঙ্গাইল সদর

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের দিঘুলিয়া এলাকায় বিন্দুবাসিনী ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় সোসাইটি ফর সোস্যাল সার্ভিস (এসএসএস) ও সোস্যাল অ্যাডভান্সমেন্ট থ্রু ইউনিধি (সেতু)’র পৃষ্ঠপোষকতায় দিঘুলিয়া ব্যাডমিন্টন প্রেমী ও ব্যাডমিন্টন কোচ শাকিল ব্যাডমিন্টন একাডেমীতে ব্যাডমিন্টন একক ও দ্বৈত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় ব্যাডমিন্টন একক ফাইনালে সমীর এবং দ্বৈত ফাইনালে রাকিবুল ও রাফিউল জুটি চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বীর মুক্তিযোদ্ধা শামসুর রহমান বেলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘুলিয়া এলাকার ক্রীড়ানুরাগী ও সামাজিক পরিবার মরহুম সাকেরুল মওলার ছেলে টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল প্রেসক্লাবের সহসভাপতি কাজী জাকেরুল মওলা। তিনি বলেন, শহরের বাইরে দিঘুলিয়ায় চমৎকার দক্ষতায় একটি ব্যাডমিন্টন একাডেমী গড়ে তুলেছে এবং মাঝে মাঝে ব্যাডমিন্টন খেলার আয়োজন করেছে যা প্রশংসীয়। ব্যাডমিন্টন স্বাস্থ্যসম্মত শীতের দিনের একটি মজার খেলা। শাকিলের ব্যাডমিন্টন খেলার আয়োজন অনুকরণীয় দৃষ্টান্ত। এ রকম খেলা আয়োজন আরো হোক সেই কামনাই করি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী মোবারক হোসেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সদস্য ও ক্রীড়া সাংবাদিক মোজাম্মেল হক, বনিক বার্তার জেলা প্রতিনিধি পারভেজ হাসান, বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র হাসানুর রহমান পরাগ ও শাহ আজিজ তালুকদার বাপ্পী।
খেলায় ব্যাডমিন্টন দ্বৈত ফাইনালে রাকিবুল ও রাফিউল জুটি (২-০) সেটে সমির ও কাফি জুটিকে এবং ব্যাডমিন্টন একক ফাইনালে সমির (২-০) সেটে শাকিলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
তিন দিনব্যাপী টুর্নামেন্টে ব্যাডমিন্টন দ্বৈতে ৯টি জুটি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে টুর্নামেন্টে অংশগ্রহণ করে। এককে ৮ জন ব্যাডমিন্টন খেলোয়াড় ২টি গ্রুপে বিভক্ত হয়ে খেলায় অংশ নেয়। এককের খেলোয়াড়রা হলেন- দোলনা ৯৮, শাকিল ২০০৪, আতিক ২০১০, রাফিউল ২০১০, সমির ২০০০, রাকিবুল ২০০৯, দিপু ২০১২ ও সৃষ্টি ২০১২।

 

 

 

৬০ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *