স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় পাকুটিয়া পল্লী বিদ্যুৎ পাওয়ার গ্রিডের সাবস্টেশনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। রবিবার (২৯ ডিসেম্বর) সকালে এ অগ্নিকাণ্ড ঘটে।
টাঙ্গাইল পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার শেখ মোহাম্মদ আলী জানান, ঘাটাইল উপজেলায় পল্লী বিদ্যুতের ১৩২/৩৩ কেভি পাওয়ার গ্রিডের সাবস্টেশনে শর্টসার্কিটের কারণে হয়তো আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আমরা প্রশাসনকে জানিয়েছি, কি কারণে আগুন লেগেছে তা পরে জানাতে পারব। তবে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।
১৭ Views