কালিহাতীতে ইউএনও কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

কালিহাতী খেলা টাঙ্গাইল

সোহেল রানা, কালিহাতী ॥
টাঙ্গাইলের কালিহাতীতে উপজেলা নির্বাহী অফিসার ‘ইউএনও কাপ ব্যাডমিন্টন’ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত ৮ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক শাহাদাত হুসেইন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশরাফ আলী, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আছাদুজ্জামান প্রমুখ।
উদ্বোধনী খেলার ম্যাচ পরিচালনা করেন, ঘাটাইল উপজেলার সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা তারিকুল ইসলাম। এ সময় সহকারী ম্যাচ পরিচালক ছিলেন, কালিহাতী উপজেলা ক্ষুদ্র সেচ (বিএডিসি) উপ-সহকারী প্রকৌশলী আসিফ ইকবাল, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য জহুরুল হক দুলাল, রফিকুল ইসলাম খান ফরিদ, বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ফিজিক্যাল ইন্সট্রাক্টর রেজাউল ইসলাম ও কালিহাতী শাজাহান সিরাজ কলেজের শিক্ষার্থী আব্দুল আজিজ।

জানা যায়, টুর্নামেন্টে মোট ২৪টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী দিনের খেলায় অংশগ্রহণ করে বল্লা ইউনিয়ন পরিষদ, ন্যাশনাল ব্যাংক পিএলসি, দুর্গাপুর ইউনিয়ন পরিষদ, কালিহাতী ফায়ার সার্ভিস, পাইকড়া ইউনিয়ন পরিষদ ও বীরবাসিন্দা ইউনিয়ন পরিষদ।

৪১ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *