টাঙ্গাইলে সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হলো বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার ম্যুরাল

টাঙ্গাইল টাঙ্গাইল সদর লিড নিউজ

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতার ম্যুরাল রাতে এক্সক্যাভেটর (ভেকু) দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। শহীদ স্মৃতি পৌর উদ্যানের মুক্তমঞ্চের পাশে ওই ম্যুরালের মাঝে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতি। আর দুই পাশে জাতীয় চার নেতার প্রতিকৃতি ছিল। সোমবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ‘কিছু ব্যক্তি’ এক্সক্যাভেটর (ভেকু) দিয়ে ম্যুরালটি ভেঙে ফেলা হয়।
একাধিক প্রত্যক্ষদর্শীরা বলেন, টাঙ্গাইল জেলা পরিষদের অর্থায়নে শহীদ স্মৃতি পৌর উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতার ম্যুরাল নির্মাণ করা হয়েছিল। পরবর্তীতে ছাত্র-জনতার আন্দোলনে গত (৫ আগস্ট) শেখ হাসিনা সরকারের পতনের দিন দফায় দফায় হামলা চালিয়ে ভাঙা হয়েছিল ওই ম্যুরালে। তাতে ম্যুরালের দুই পাশ ও মাঝের বেশকিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। এরপর কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছিল ম্যুরাল। এরপর সর্বশেষ সোমবার (৩০ ডিসেম্বর) রাতে সেটি পুরোপুরি ভেঙে গুড়িয়ে ফেলা হল। তবে ম্যুরাল ভাঙার সময় দায়িত্বশীল কাউকে স্থানীয় জনগন বা গণমাধ্যমকর্মীরা দেখতে পাননি।

এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহাম্মেদ বলছেন, তারা বিষয়টি জানেন না। আমাদের কাছে এ ঘটনার কোনো তথ্য নেই। তাই এ বিষয়ে এখনই কিছু বলতে পারছি না।

৪৫ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *