ভূঞাপুরে যুবদল নেতার মাথা ফাটালেন ওয়ার্ড কৃষক দলের সভাপতি প্রার্থী!

অপরাধ টাঙ্গাইল ভূঞাপুর রাজনীতি লিড নিউজ

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে ভূঞাপুরে ওয়ার্ড কৃষক দলের কমিটি গঠন ও সভাপতির পদকে কেন্দ্র করে ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদকের উপর হামলার ঘটনা ঘটেছে। কৃষক দলের সভাপতি প্রার্থী ও বিএনপির কর্মী আরিফুল ইসলাম তার উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার পরপরই আরিফুলের বাড়িতে হামলা করার ঘটনা ঘটে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে ভূঞাপুর উপজেলার ফলদা ইউনিয়নের মাইজবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত আরিফুল ও তার লোকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আহত আব্দুল আলীম উপজেলার ফলদা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও মাইজবাড়ী গ্রামের ফজলুল হকের ছেলে।
আহত আব্দুল আলীম বলেন, মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকালে ওয়ার্ড কৃষক দলের কমিটি হওয়ার তারিখ নির্ধারিত ছিল। কমিটি ও সভাপতির পদ নিয়ে এলাকায় আলোচনা চলছিল। কমিটি নিয়ে সকালে স্থানীয়দের সাথে কথা বলি। এ সময় নেতাকর্মীদের আহবান জানানো হয়, যারা আওয়ামী লীগের দালালি করেছে সেসব সুবিধাবাদীদের যাতে কোনভাবেই দলের কোন পদে না রাখা হয় সেটা নিশ্চিত করার জন্য। এতেই তার সাথে তর্কবিতর্ক হয়। পরে ক্ষিপ্ত হয়ে ওয়ার্ড কৃষক দলের সভাপতি প্রার্থী আরিফুল ইসলাম তার লোকজন নিয়ে এসে আমার উপর হামলা করে। হামলায় আহত হওয়ার পর আমাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। আসামিদের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযুক্ত আরিফুল ইসলাম বলেন, বিকালে কমিটি গঠন হওয়ার তারিখ নির্ধারিত। এর আগে স্থানীয় নেতাকর্মীরা আমাকে কৃষক দলের সভাপতি পদে সম্মতি দিয়েছিল। কিন্তু আব্দুল আলীম সেটা চায়নি। পরে আলীম আমার সম্পর্কে কুরুচিপূর্ণ কথাবার্তা বলে বাড়িঘর ভেঙে এলাকা থেকে বিতারিত করার কথা বলেন। এক পর্যায়ে আলীম মোটরসাইকেল থেকে নেমে আমার উপর হামলা করে। পরে প্রাণরক্ষার্থে আমিও হাতে থাকা মোবাইল দিয়ে বাড়ি দেই। পরে আলীমের লোকজন আমার বাড়িতে হামলা চালায়। বাড়ির গেট, দরজা ভাঙচুর ও স্ত্রীকে মারধর করে।
ফলদা ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি ইসহাক সরকার জানান, কৃষক দলের সভাপতি প্রার্থী আরিফুল আওয়ামী লীগ করতো। বর্তমানে সে কৃষক দলের সভাপতির পদ চায়।
ফলদা ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন বলেন, ৯নং মাইজবাড়ীতে কৃষকদলের কমিটি গঠনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। উধ্বর্তন নেতাদের সাথে কথা বলে আপাতত প্রোগাম স্থগিত করা হয়েছে।
ভূঞাপুর উপজেলা কৃষক দলের আহবায়ক নাজিমুল ইসলাম জানান, ঘটনাটির বিষয়ে দুইপক্ষ নিয়ে আলোচনায় বসে সমাধান করা হবে । তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় নির্ধারিত কমিটি গঠনের তারিখ পিছানো হয়েছে। উপজেলা যুবদলের আহবায়ক খন্দকার জুলহাস বলেন, বিষয়টি জেনেছি। উভয়পক্ষের লোকজন এসেছিল। সমাধানের চেষ্টা চলছে।
এ বিষয়ে ভূঞাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু বলেন, বিষয়টি আমি জানতে পেরেছি। কিন্তু ঘটনার বিস্তারিত জানতে পারেনি।
এ ব্যাপারে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রেজাউল করিম জানান, দুইপক্ষই থানায় অভিযোগ দিয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

৩৬ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *