যমুনা চরের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শীতবস্ত্র ও সেলাই মেশিন বিতরণ

গোপালপুর টাঙ্গাইল শিক্ষা

গোপালপুর সংবাদদাতা ॥
টাঙ্গাইলের যমুনা চরের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শীতবস্ত্র ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টায় যমুনা নদীর দুর্গম চরাঞ্চলের শুশুয়া আছাতুন্নেছা দাখিল মাদরাসা মাঠে ৮৯জন সুবিধাবঞ্চিত নারী শিক্ষার্থীকে জ্যাকেট ও কম্বল বিতরণ করা হয়। এদের মধ্যে অতিদরিদ্র ৮জন শিক্ষার্থীকে স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন প্রদান করা হয়েছে।
আন্তর্জাতিক দাতা সংস্থা হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনালের অর্থায়নে চাইল্ড স্পন্সরশিপ প্রোগ্রামের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের বাস্তবায়নে ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সুশীলনের উপ-পরিচালক মোস্তফা বকুলুজ্জামান।
জানা যায়, এইসসিআই এর সহযোগিতায় বছরব্যাপী আছাতুন্নেছা দাখিল মাদরাসার ৮৯জন নারী শিক্ষার্থী, তাদের অভিভাবক, স্থানীয় ইমাম, গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে স্বাস্থ্য, বাল্যবিবাহ প্রতিরোধে, নিরাপদ পানি ও জেন্ডার সমতায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও বিভিন্ন শিক্ষা উপকরণ, ঈদ উপলক্ষে পোশাক ও খাবার প্যাকেজ সরবরাহ, খেলাধুলার বিভিন্ন সরঞ্জামাদি, দুপুরের খাবার ও স্যানেটারী ন্যাপকিন বিতরণ করা হয় এবং উন্নত চিকিৎসা প্রদানের লক্ষ্যে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুশীলন এর প্রতিনিধি আরিফুল ইসলাম, আছাতুন্নেছা দাখিল মাদরাসার সুপারিনটেনডেন্ট আব্দুল বারী, শুশুয়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মোমিনুর রহমান, ফিল্ড ফ্যাসিলিটেটর রুমা খাতুন, ভলান্টিয়ার রাশিদা বেগম ও অভিভাবকবৃন্দ।

৩০ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *