স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত বিভিন্ন পদের ১৫ কর্মচারীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত মঙ্গলবার (৩১ ডিসেম্বর) টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত বিভিন্ন পদের ১৫ জনকে অব্যাহতি দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান মাছরাঙ্গা সিকিউরিটি সার্ভিসেস প্রাইভেট লিমিটেড। বিষয়টি নিয়ে কর্মচারীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
অব্যাহতি পাওয়া কর্মচারীদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের সময় নিয়োগ পাওয়ায় চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়াও তাদের নিয়োগের শর্তানুযায়ী ১৬ হাজার ১৩০ টাকা বেতনের মধ্যে দেওয়া হতো ১০ হাজার করে। সর্বশেষ গত পাঁচ মাসে ১২ হাজার টাকা করে দিয়েছে।
অব্যাহতির চিঠিতে বলা হয়েছে, টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী আউটসোর্সিং পদ্ধতিতে বিভিন্ন পদবির ৯০ জন জনবল সরবরাহ করা হয়। সেই জনবলের মধ্যে বিভিন্ন পদবির ১৫ জনকে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড ও মিটিং-মিছিলের সঙ্গে জড়িত থাকায় তাদের নিয়োগপত্রের ৩নং শর্তাবলী অনুযায়ী অফিস শৃঙ্খলা পরিপন্থি কাজে লিপ্ত হওয়ায় তাদের নিয়োগপত্র বাতিল করা হলো।
অব্যাহতি পাওয়া কর্মচারীরা দাবি করে বলেন, আওয়ামী লীগের নেতাদের মাধ্যমে হাসপাতালে নিয়োগ দেওয়া হয়েছিল। সেই সময় নিয়োগ পাওয়া এখনও অনেকেই কর্মরত রয়েছেন। শুধুমাত্র এই ১৫ জনকে অব্যাহতির চিঠি দেওয়া হয়েছে। অথচ কেউ কোনও দল বা মিছিল-মিটিং করেনি। কোনও খারাপ রেকর্ডও নেই তাদের বিরুদ্ধে। অথচ তাদের চাকুরি থেকে ছাটাই করা হলো, এটা সর্ম্পূণ অন্যায় কাজ করা হয়েছে আমাদের সাথে।