স্টাফ রিপোর্টার ॥
‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে টাঙ্গাইলের বাসাইল উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাসাইল উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা, উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: শার্লী হামিদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূরে-ই-লায়লা, উপজেলা কৃষি কর্মকর্তা শাহজাহান আলী, উপজেলা বৈষম্যবিরোধ ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবির হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মতিউর রহমান খান, বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কণিকা মল্লিক।