দেলদুয়ারে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে চুরি ॥ থানায় অভিযোগ

অপরাধ টাঙ্গাইল দেলদুয়ার

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের দেলদুয়ারে বীর মুক্তিযোদ্ধা বদিউজ্জামান তোতার বাসায় রাতের আধারে ৩ লক্ষ ৫০ হাজার টাকার মালামাল ও নগদ অর্থসহ চুরি যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গত বুধবার (১ জানুয়ারি) ভুক্তভোগী শাহনাজ আক্তার তৃষ্ণা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। মঙ্গরবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাতে দেলদুয়ার উপজেলার পাথরাইল ইউনিয়নের শুভকী গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শাহনাজ আক্তার তৃষ্ণা উপজেলার পাথরাইল ইউনিয়নের শুভকী গ্রামে চাঁন মিয়ার স্ত্রী এবং বীর মুক্তিযোদ্ধা বদিউজ্জামান তোতার মেয়ে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গরবার (৩১ ডিসেম্বর) রাতে উপজেলার শুভকী গ্রামে তার বাড়িতে প্রতিদিনের ন্যায় রাতের খাবার শেষ করে তার ভাগনীর জামাই সজীব ঘরের দরজা-জানালা ভালভাবে আটকিয়ে খুমিয়ে পড়ে। রাতের যেকোন সময় অজ্ঞাতনামা চোর বা চোরেরা উক্ত বাড়ির ঘরের দরজা খুলে ঘরে প্রবেশ করে। ঘরে রাখা আলমারীর তালা ভেঙ্গে নগদ ১ লাখ ৭০ হাজার টাকা এবং ১ ভরি ৫ আনা ওজনের স্বর্ণের গহনা (যার মূল্য অনুমান ১ লাখ ৮০ হাজার টাকা) নিয়ে যায়। চোরেরা চলে যাওয়ার সময় উক্ত ঘরের জিনিসপত্র এলোমেলো করে রাখে যায়। তার ভাগনীর জামাই ও ভাগনী শব্দ পেয়ে ঘুম থেকে উঠে দেখে ঘরের দরজা এবং ঘরের আলমারী খোলা। আলমারীতে রাখা উক্ত টাকা এবং গহনা অজ্ঞাতনামা চোরেরা নিয়ে গেছে। পরে শাহনাজ আক্তার তৃষ্ণা বুধবার (১ জানুয়ারি) দেলদুয়ার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
প্রতিবেশী সামেদা আক্তার, রাশেদা বেগম, নুরুল ইসলাম, আফজাল হোসেনসহ অনেকেই জানায়, আজান দেওয়ার আধা ঘন্টা পুর্বে বীর মুক্তিযোদ্ধা বদিউজ্জামান তোতার বাড়িতে হাউমাউ করার শব্দ পেয়ে তারা এগিয়ে যান। পরে দেখেন স্টিলের আলমারী ও সোকেচ ভাঙা। ওই বাড়িতে বেড়াতে আসা আলতাফ হোসেন নামের এক ব্যক্তি জানান, বীর মুক্তিযোদ্ধার ছেলে আরিফ তার খালাতো ভাই। কিছুদিন পুর্বে তার খালাতো ভাই আরিফ ৩ লাখ টাকা ধার করেন। সেই ধারের টাকার জন্য পাওনাদার বাড়িতে সাইনবোর্ড লাগিয়েছে। পাওনাদারের টাকা পরিশোধ করার জন্য তিনি গরু বিক্রি করে ১ লাখ ৭০ হাজার টাকা নিয়ে এসেছেন।
বীর মুক্তিযোদ্ধার মেয়ে ও মামলার বাদী শাহনাজ আক্তার তৃষ্ণা বলেন, তার ভাই সম্প্রীতি ৩ লাখ টাকা সুদ করেন। সেই টাকার জন্য সুদ কারবারীরা আদালতে মামলা দায়ের করেন। ইতোমধ্যে তিনি ওই সুদকারবারীকে কিছু টাকা পরিশোধ করেছেন। টাকা দিতে না পারায় তাদের বাড়িতে ওই সুদ কারবারীরা সাইনবোর্ড লাগায়। ওই টাকা ফেরত দেওয়ার জন্য আমার খালতো ভাই আক্তার হোসেন গরু বিক্রি টাকা নিয়ে এসেছিলো। সেই টাকা ও আমাদের স্বর্ণালংকারগুলো চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় তিনি দেলদুয়ার থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।
এ বিষয়ে দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েব খান বলেন, ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপুর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

২২ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *