মধুপুরে শহীদদের স্মরণে বিএনপির জনসভা অনুষ্ঠিত

টাঙ্গাইল মধুপুর রাজনীতি

মধুপুর প্রতিনিধি ॥
টাঙ্গাইলের মধুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। মহিষমারা ইউনিয়ন বিএনপি আয়োজিত শনিবার (৪ জানুয়ারি) বিকেলে মহিসমারা ইউনিয়নের আশ্রা বাজার মাদরাসা মাঠে জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট শামছুজ্জামান সুরুজ।
এতে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, মধুপুর উপজেলা বিএনপি’র সভাপতি জাকির হোসেন সরকার, সহসভাপতি এম রতন হায়দার, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, পৌর বিএনপির সভাপতি ইউসুফ জুই খান প্রিন্স, খন্দকার মোতাবেক হোসেন, পৌর বিএনপির সহ সভাপতি আনোয়ারা খন্দকার লিলি সরকার, সহসভাপতি এডভোকেট মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এম ওবায়েদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক প্রফেসর ফরহাদ হোসেন তরফদার, নাছিম সরকার, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আবু সাইদ, যুগ্ম সদস্য সচিব আনিছুর রহমান, আউশনারা ইউনিয়ন বিএনপির সভাপতি আজাহারুল ইসরাম আজাহার, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাচ্চু, শোলাকুড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিঠু, উপজেলা যুবদলের আবায়ক শেখ হযরত আলী, সদস্য সচিব শাহাদত হোসেন ফকির, উপজেলা ছাত্র দলের আহবায়ক আমিনুল ইসলাম রোমান, পৌরছাত্র ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
সভার শুরুতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম ওবায়েদুল্লাহ। মহিষমারা ইউনিয়ন বিএনপির সভাপতি আ: হাকিম খানের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস ছালাম খান পিন্টু ।
সমাবেশে বক্তারা বলেন, ধনবাড়ি উপজেলা ও পৌরসভা প্রতিষ্ঠা ও মধুপুর পৌরসভা প্রতিষ্ঠা করেছে স্বপন ফকিরের মাধ্যমে বেগম খালেদা জিয়া। মধুপুর আনারস চাষীদের সমিতি করেছে শহীদ জিয়া। দেশের উন্নয়নের জন্য আগামী দিনে ধানের শীষে ভোট দিয়ে উন্নয়ন কার্যক্রমকে বেগবান করতে হবে। আগামী দিনে জেলা, উপজেলা, পৌর কমিটির মাধ্যমে তারেক রহমান ও খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার আহবান জানান। এজন্য প্রত্যেক নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে দলের হয়ে কাজ করতে হবে।

 

১৯ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *