স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে লালন সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার তরফপুর ইউনিয়নের পাথরঘাটা উচ্চ বিদ্যালয় মাঠে লালন সন্ধ্যা অনুষ্ঠিত হয়। লালন সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী।
লালন সন্ধ্যার উদ্বোধন করেন তরফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজ রেজা। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুর রউফ। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন মির্জাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাহ উদ্দিন আরিফ।
বংশাই সমাজ কল্যাণ সংঘ ও প্রোপ্রাইটর মেসার্স আইবিএল এন্টারপ্রাইজের সভাপতি ইব্রাহীম খানের সভাপতিত্বে ও তরফপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মির্জাপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহ আলম, ব্যবসায়ী মশিউর রহমান মহিদ, তরফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বাছির উদ্দিন খান, মির্জাপুর উপজেলা বিএনপির সদস্য রেজাউল করিম রিপন, ব্যবসায়ী মাহবুবুর রহমান প্রমুখ।
লালন সন্ধ্যায় গান পরিবেশন করেন ডলি মন্ডল, দিনা মন্ডল, খয়বার উদাস ও রিতা মন্ডল।
মির্জাপুরের পাথরঘাটায় লালন সন্ধ্যা অনুষ্ঠিত
১৬ Views