টাঙ্গাইলে উইন্টার সিজন ফুটবলের দ্বিতীয় পর্বে ওয়ান ও ফিফটি ক্লাবের খেলা ড্র

খেলা টাঙ্গাইল লিড নিউজ

স্পোর্টস রিপোর্টার ॥
গোলহীন প্রতিদ্বন্দিতাপূর্ন চল্লিশোর্ধ ফুটবল ম্যাচে ওয়ান ক্লাবের রক্ষণসেনা গৌর সুন্দর ও গোলরক্ষক সুব্রত কুমার ধরের দৃঢতায় ফিফটি ক্লাবের সাথে গোলশুন্য ড্র করে মূল্যবান একটি পয়েন্ট অর্জন করেছে ওয়ান ক্লাব। শনিবার (৪ জানুয়ারী) সকালে টাঙ্গাইল আউটার স্টেডিয়ামে ফোরটি আপ ব্রাদার্সের আয়োজনে উইন্টার সিজন ফুটবল টুর্নামেন্টের ফিরতি লীগের প্রথম খেলা অনুষ্ঠিত হয়েছে।
খেলার শুরু থেকে দু’দলই আগোছালো ফুটবল খেলার মাধ্যমে গোল করার চেষ্টা করতে থাকে। দু’দলের আক্রমন ও পাল্টা আক্রমনগুলো ছিলো বিক্ষিপ্ত। খেলায় বিক্ষিপ্ত আক্রমন থেকে ওয়ান ক্লাবের তুলনায় ফিফটি ক্লাব গোল করার সুযোগ বেশী পেয়েছে। ফিফটি ক্লাবের নির্ভরযোগ্য সৈয়দ বেলাল, পিনাকী দে, হাবিব ও হাসানের ব্যর্থতায় গোলবঞ্চিত হয় দল। ফিফটি ক্লাবের স্টাইকার হাসান দুইটি গোলের সহজ সুযোগ মিস করেন। এদিকে ওয়ান ক্লাবের স্টাইকার বাবুর ব্যর্থতা কোনো অংশে কম নয়। এ দলের স্টাইকার বাবু একাই গোল করার নিশ্চিত সহজ দুইটি সুযোগ হাতছাড়া করেন। দুই দলের স্টাইকারদের চরম ব্যর্থতায় দুই দলের মধ্যকার খেলাটি গোলশূণ্য অবস্থায় শেষ হয়।

উইন্টার সিজন ফুটবল টুর্নামেন্টের ফিরতি লীগের প্রথম খেলা ড্র হওয়ায় ওয়ান ক্লাবের চার খেলা শেষে পয়েন্ট হয়েছে ৩ এবং ফিফটি ক্লাবের চার খেলা শেষে ২ পয়েন্ট হয়েছে।
দুই দলের খেলোয়াড়রা হলেন- ফিফটি ক্লাব- সুজিত কুমার সাহা (অধিনায়ক), নয়ন মিয়া, বিজয় কর্মকার, খায়রুল, উজ্জল, হাসান, সৈয়দ বেলাল, হাবিব ও ড. পিনাকী দে।
ওয়ান ক্লাব- সুব্রত কুমার ধর (অধিনায়ক), লিটন সাহা, গৌর সুন্দর, মুজিবুর, রাতুল সাহেদ, উৎপল কর্মকার, এ্যাডভোকেট বাবু, দুলাল ও মোতালেব।
খেলায় রেফারী ছিলেন- সুলতান মাহমুদ, ম্যাচ রেফারী- মোজাম্মেল হক।
উইন্টার সিজন ফুটবল টুর্নামেন্টের ফিরতি লীগের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হবে আগামী শনিবার (১১ জানুয়ারী)। সেই খেলায় অংশগ্রহণ করবে টেন ক্লাব বনাম হানডেট ক্লাব।

 

 

 

৩৪ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *