আতিয়া জামে মসজিদের ছবি পুণরায় টাকার নোটে ছাপানোর জন্য স্মারকলিপি প্রদান 

টাঙ্গাইল টাঙ্গাইল সদর লিড নিউজ

স্টাফ রিপোর্টার ||

বাংলাদেশের পুরোনো দশ টাকার নোটে দেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন আতিয়া জামে মসজিদের ছবি ছিলো। পুনরায় আতিয়া জামে মসজিদের ছবি টাকার নোটে ছাপানোর জন্য টাঙ্গাইলের সাধারণ ছাত্র-জনতার পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। ০৫ জানুয়ারী রবিবার (৫ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক কার্যালয়ে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক এর হাতে এই স্মারকলিপি জমা দেয়া হয়। স্মারকলিপিতে টাঙ্গাইল জেলাবাসীর পক্ষে বিশিষ্ট কবি ও বীর মুক্তিযোদ্ধা বুলবুল খান মাহবুব,বিশিষ্ট গণমাধ্যম কর্মী ও টাঙ্গাইল ‘ল’ কলেজের অধ্যক্ষ খান মোহাম্মদ খালেদ, বিশিষ্ট কবি ও টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারের সাধারণ সম্পাদক মাহমুদ কামাল, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ, ভাসানী পরিষদের সদস্য সচিব ও মাওলানা ভাসানীর নাতি আজাদ খান ভাসানীর স্বাক্ষরসহ গণস্বাক্ষর জমা দেয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল কমার্স কলেজের অধ্যক্ষ মাসুদুর রহমান রাসেল,ছাত্র সংগঠক ফাতেমা রহমান বিথী,আবু আহমেদ শেরশাহ, এডভোকেট মো: কামরুজ্জামান শাওন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

 

৩৩ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *