নয় রানে বগুড়া সিটি একাডেমীকে হারিয়েছে টাঙ্গাইল টাইগার্স

খেলা টাঙ্গাইল

স্পোর্টস রিপোর্টার ॥
তীব্র প্রতিদ্বন্দিতাপূর্ন প্রীতি ক্রিকেট ম্যাচে ঢাকা মিরপুরের বগুড়া সিটি একাডেমীকে ৯ রানে হারিয়ে (২-০) ব্যবধানে সিরিজ জয়লাভ করলো টাঙ্গাইল টাইগার্স একাডেমী। রবিবার (৫ জানুয়ারি) টাঙ্গাইল স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলায় টস জয়ী ইসলাম খানের টাঙ্গাইল টাইগার্স একাডেমী প্রথমে ব্যাটিং করে। ৪৭ ওভার ২ বলে ১০ উইকেট হারিয়ে ২৮৩ রান করে। দলের পক্ষে আশিক ৫৮ ও সিয়াম ৫৭ রান করে। এছাড়া সৈকত ২৬, জুয়েল ৫, চয়ন ১২, শিহাদ ৫ ও শান্ত ৫ রান করে। বোলিংয়ে বগুড়া সিটি একাডেমীর পক্ষে পরান ২৭ রানে ৪টি উইকেট দখল করে। জবাবে বগুড়া সিটি একাডেমী ৪৮ ওভার ৫ বলে ২৭৪ রানে অলআউট হলে টাঙ্গাইল টাইগার্স ৯ রানে জয়লাভ করে।
দলের পক্ষে আদনান মেহেদী সেঞ্চুরীসহ ১০৪ রান করে। ৪৬.৪ ওভারে সময় সেঞ্চুরীয়ান আদনান মেহেদীর দূরন্ত শট লং অনে দাঁিড়য়ে টাঙ্গাইল টাইগার্সের শাহেদ তালুবন্দি করলে বগুড়া সিটি একাডেমীর জয়ের শক্ত ভিত্তি নড়ে যায়। পরবর্তীতে শেষ দুই উইকেটে জয়ের জন্য ৯ রান সংগ্রহ করতে পারেনি। উল্লেখ্য, গত (৪ জানুয়ারি) ১ম ম্যাচে টাঙ্গাইল টাইগার্স ২২ রানে জয়লাভ করে। বগুড়া সিটি একাডেমীর পক্ষে রাজু ২৩, পরান ৩২, মারুফ ৩৩, প্রীতম ১০ ও সিয়াম ৯ রান করে। বোলিংয়ে বিজয়ী দলের আশিক ৩টি, সিয়াম ২টি, শিমরোজ হাসান শিহাদ ১টি, সুশান্ত ১টি উইকেট দখল করে।
ম্যান অব ম্যান সিরিজ বগুড়া সিটি একাডেমীর আদনান মেহেদী ও ম্যান অব ম্যাচ টাঙ্গাইল টাইর্গাস একাডেমীর আশিক নির্বাচিত হয়।
খেলায় আম্পায়ার ছিলেন- স্বপন কুমার দত্ত ও রিপন কুমার সরকার।

 

২৭ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *