বিএনপির কেউ দখলবাজি টেন্ডারবাজি করলে আমাকে রিপোর্ট করুন- আযম খান

টাঙ্গাইল রাজনীতি সখিপুর

সখীপুর প্রতিনিধি ॥
আপনাদের বলতে চাই, আগেও বলেছি, নজর রাখুন। বিএনপি বা এর অঙ্গ সংগঠনের কেউ যদি দখলবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজিতে বা ইউএনও অফিসে তদবিরে বা থানায় তদবিরে যায় তাহলে আমাকে রিপোর্ট করুন। তার বিরুদ্ধে আমি শুধু ব্যবস্থাই নেবো না, তাকে কেবল বহিষ্কারই করব না, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি দিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এড. আহমেদ আযম খান।
রবিবার (৫ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইলের সখীপুর ডাক বাংলো চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সখীপুর উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের আয়োজনে আয়োজিত আলোচনা সভায় তিনি আরো বলেন, আগামী দিনের রাজনীতি মেধার ভিত্তিতে রাজনীতি। সন্ত্রাসী রাজনীতি করে কোনো রাজনীতি আগামী দিনে চলবে না। কোন রকমের প্রতারণা, দখলবাজি, টেন্ডারবাজি এগুলো করে আগামী দিনের রাজনীতি চলবে না।
অনুষ্ঠানে সখীপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ একাব্বর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর ছাত্রদলের আহ্বায়ক মোর্শেদুল ইসলাম অন্তর, সরকারি মুজিব কলেজ ছাত্রদলের আহ্বায়ক তানজিম ইসলাম রাসেল প্রমুখ। এর আগে সকালে পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ছাত্রদলের নেতাকর্মীরা র‍্যালি ও আনন্দ মিছিল করে।

 

২০ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *