মির্জাপুরের আজগানা পাল পাড়ায় অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত

টাঙ্গাইল মির্জাপুর রাজনীতি

স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সকল ধর্মের মানুষ একে অপর সঙ্গে মিলেমিশে সুখে শান্তিতে বসবাস করে আসছে, ভবিষ্যতেও করবে। কোন অপরাজনীতি এই সম্প্রীতি নষ্ট করতে পারবে না।
শনিবার (৪ জানুয়ারি) রাতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের কুড়িপাড়া গ্রামের পালপাড়ায় অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এ সময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, বিএনপির সহ-সভাপতি তমিজ উদ্দীন আহমেদ, সাংগঠনিক সম্পাদক ডিএম শফিকুল ইসলাম ফরিদ, জসীমউদ্দিন খান, ছাত্র-বিষয়ক সম্পাদক আবুল হোসেন কনক প্রমুখ।
একই রাতে আবুল কালাম আজাদ সিদ্দিকী মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের সাটিয়াচড়া দক্ষিনপাড়া খেলার মাঠে সাটিয়াচড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে ১৪তম বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সেখানে তাঁর সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, সহসভাপতি আলী এজাজ খান চৌধুরী রুবেল, জামুর্কী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডিএ মতিন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আলম মোক্তার প্রমুখ।
ওয়াজ মাহফিলে বিএনপির কেন্দ্রীয় নেতা আবুল কালাম আজাদ সিদ্দিকী অন্তবর্তী সরকারের উদ্দেশ্যে বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। অতি প্রয়োজনীয় কিছু বিষয়ে দ্রুত সংস্কার করে একটি গ্রহণযোগ্য নির্বাচন দেশের জনগণের প্রত্যাশা। এই প্রত্যাশা বাস্তবায়নে সরকারের কাছে তিনি জোর দাবি জানান।

৩০ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *