কালিহাতীতে ব্যবসায়ী বাবলু হত্যার ৫১ দিনেও গ্রেফতার হয়নি আসামি

আইন আদালত কালিহাতী টাঙ্গাইল লিড নিউজ

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের কালিহাতীতে ব্যবসায়ী বাবলু মিয়া হত্যার ৫১ দিনেও গ্রেফতার হয়নি কোন আসামি। মোবাইল ফোনে ডেকে এনে এলোপাথাড়ি কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হওয়ার একমাস ২১ দিন পেরিয়ে গেলেও মাটি ব্যবসায়ী বাবলু মিয়ার হত্যাকারীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে বাদীর পরিবার ও সাধারণ মানুষের মাঝে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর আগে ব্যবসায়ী বাবলু মিয়া স্বজনদের কাছে হত্যাকারীদের নাম বলে গেছেন। এ সংক্রান্ত একটি ভিডিও বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে রয়েছে।
সরেজমিনে জানা গেছে, গত (১৬ নভেম্বর) রাতে মোবাইল ফোনে ব্যবসায়ী বাবলু মিয়াকে ডেকে এনে কালিহাতীর নাগবাড়ী ইউনিয়নের গান্ধিনা বাজারের একটি দোকানের ভেতরে ঢুকিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে দুর্বৃত্তরা। বাবলুর ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। গুরুত্ব অবস্থায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে গত (১৮ নভেম্বর) ঢাকায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় বাবলু মিয়ার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের পর একমাস ২১ দিন পেরিয়ে গেছে। হত্যাকাণ্ডে জড়িত অজ্ঞাত ও এজাহারভুক্ত আসামিদের কাউকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।
মামলার বাদী কামাল হোসেন জানান, হত্যাকারী আসামিদের আত্মীয় রয়েছে কথিত এডিশনাল ডিআইজি ও ওসি। তাদের তদবির ও প্রভাবশালী হওয়ায় পুলিশ কাউকে গ্রেফতার করছে না বলে অভিযোগ। বাদী আরও বলেন, আসামিদের পক্ষে সবুজ নামে এক ব্যক্তি অর্থের বিনিময়ে মিমাংসা করতে বলে আসছেন। পুলিশ দেড় মাসে এলাকায় ৩ দিন এসেছিল। পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ থাকায় বাদী মামলাটি অন্যত্র হস্তান্তর করবে বলে জানান। নামে প্রকাশ না করার শর্তে স্থানীয় একজন বাসিন্দা বলেন, পুলিশ চাইলেই প্রযুক্তি ব্যবহার করে সবকিছু করতে পারে। বর্বরোচিত হত্যাকাণ্ডের হোতারা দ্রুত গ্রেফতার না হলে আসামি গ্রেফতারে পুলিশের আন্তরিকতার অভাব রয়েছে বলে প্রশ্ন উঠবে।
কালিহাতী থানার মামলা সূত্রে জানা গেছে, নিহত বাবলু মিয়ার বাবা কামাল হোসেন কালিহাতী থানায় গত (১৮ নভেম্বর) কালিহাতীর গান্ধিনা গ্রামের লাল মাহমুদের ছেলে হাসান মিয়া, মামুন মিয়া, বছির মিয়ার ছেলে রাহিম মিয়া, সাদেক আলী, সখিপুরের কালিয়ান গ্রামের বাকী মিয়ার ছেলে হারুন মিয়া, মৃত মোস্তাফিজুর রহমান বাবলুর ছেলে মনির মিয়া, মশিউর রহমান রুবেল, জিন্নাহ ছেলে সোহেল মিয়া, শাহজাহান মিয়ার ছেলে আসলাম সিকদার নোবেল, সিদ্দিক আলীর ছেলে আসাদ মিয়া, শামসুল হকের ছেলে গোলাপ মিয়া, মৃত বছির উদ্দিনের ছেলে লুৎফর রহমান, জিন্নাহ মিয়া ও মৃত আজাহার মিয়ার ছেলে জামাল হোসেনসহ ৫/৬ অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা করেন।
এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া তদবিরের বিষয়ে অস্বীকার করে জানান, এ মামলায় কোন তদবির নেই। আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে দেখা গেছে আসামিদের মোবাইল ফোন বন্ধ করে সিম খুলে রেখেছে।

 

১২ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *