স্টাফ রিপোর্টার ॥
কেন্দ্রীয় গণঅধিকার পরিষদের (জিওপি) কমিটিতে জায়গা পেলেন টাঙ্গাইলের মাহবুবুর রহমান রাসেল। গত (১ জানুয়ারি) দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রক বিষয়ক সহ সম্পাদক পদে তার নাম ঘোষণা করা হয়। মোহাম্মদ মাহবুবুর রহমান রাসেলের আগে টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদের সাবেক সদস্য সচিব ও টাঙ্গাইল জেলা পেশাজীবি অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক ছিলেন। তিনি টাঙ্গাইল পৌর শহরের পূর্ব আদালত পাড়া এলাকার বাসিন্দা।
দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রক বিষয়ক সহ-সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান রাসেল বলেন, চাঁদাবাজি, দুর্নীতি, অন্যের জায়গা জমি দখল, মামলা বানিজ্য এগুলো হচ্ছে মানুষের উপর জুলুম এবং হারাম কাজ। পবিত্র কুরআন শরীফে আল্লাহ সুবহানাতায়ালা বলেছেন, মানুষের উপর জুলুমের কারনে পূর্বে আমি বহুজাতি ধ্বংস করেছি কাজেই আমাদের মাথায় রাখতে হবে মানুষের উপর জুলুম করা যাবে না। যদি করি তাহলে নমরুদ ফেরাউন ও শৈরাচার হাসিনার মত আমাদের ধ্বংস অনিবার্য। পবিত্র কুরআন শরীফে আল্লাহ সুবহানাতায়ালা আরও বলেছেন, মাদক সেবনকারী কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। একটা দেশ ও জাতি ধ্বংসের অন্যতম উপাদান হচ্ছে মাদক কাজেই আমাদের অবশ্যই মাদক থেকে দূরে থাকতে হবে। ছাত্র ও যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে হলে সরকারি ও বেসরকারিভাবে খেলাধুলার আয়োজন করতে হবে।
তিনি আরও বলেন, কেন্দ্রীয় গণঅধিকার পরিষদের (জিওপি) কমিটির দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রক বিষয়ক সহ-সম্পাদক পদে দায়িত্ব পাওয়ায় ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। দায়িত্ব পাওয়ার পর আমি টাঙ্গাইল জেলাকে দুর্নীতি ও মাদক মুক্ত করতে কাজ শুরু করে দিয়েছি। টাঙ্গাইল জেলাকে দুর্নীতি ও মাদক মুক্ত করার পর বাংলাদেশের অন্যান্য জেলার মানুষদের সচেতন করতে আমি সফর শুরু করব। সমগ্র বাংলাদেশকে দুর্নীতি ও মাদক মুক্ত করতে আমার সংগ্রাম আমৃত্যু চলমান থাকবে। জনতার অধিকার আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার।
কেন্দ্রীয় গণঅধিকার পরিষদের জায়গা পেলেন টাঙ্গাইলের রাসেল
৩৯ Views