
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের নবাগত পুলিশ সুপার মিজানুর রহমান বলেছেন, আমি টাঙ্গাইলের মাটি ও মানুষের জন্য কাজ করতে চাই। আমি এখানে জনপ্রিয় হতে আসি নাই। আমি যে কাজগুলো করতে চাই সেখানে কিছু মানুষ আমার বিপক্ষে থাকবে, আমি তাদের বিরুদ্ধে থাকবো।
সোমবার (৬ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে নবাগত পুলিশ সুপার বলেন, মাদক সম্পূর্ণ নির্মূল করতে পারবো কি পারবো না সে বিষয়ে বলতে পারবো না। তবে মাদকগুলো কোন জায়গা থেকে আসছে কোথায় কিভাবে ছড়িয়ে পড়ছে সেই মূল জায়গাটা নিয়ে কাজ করতে চাই। এছাড়াও সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কাজ করবো। মানুষকে মিথ্যা মামলা দিয়ে যেন হয়রানি না করা হয় সে বিষয়গুলো নিয়েও কাজ করবো। সর্বোপরি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।
এ সময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্) মো: শরফুদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবদুল্লাহ আল মামুন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাবেক সভাপতি খান মোহাম্মদ খালেদ, আতাউর রহমান আজাদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলাসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।