টাঙ্গাইল ছাত্র ফেডারেশনের শিক্ষা উপকরণ বিতরণ

টাঙ্গাইল টাঙ্গাইল সদর শিক্ষা

স্টাফ রিপোর্টার।।

এসজেএফ স্বপ্নপূরী স্কুলে অধিকার বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  করেন  রবিবার (৫ জানুয়ারী)  বিকালে বাংলাদেশ ছাত্র ফেডারেশন টাঙ্গাইল জেলা এসময় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন টাঙ্গাইল জেলার কার্যকরী সদস্য তুষার আহমেদ, সমাজ কর্মী খন্দকার সফিউল হাসান(তরুণ), বাংলাদেশ ছাত্র ফেডারেশন টাঙ্গাইল জেলার সভাপতি ফাতেমা রহমান বিথী, দপ্তর সম্পাদক প্রেমা সরকার, পৌর কমিটির আহবায়ক  আদিবা হুমায়রা, জামিল, সিয়াম, সিজান,আঁখি, শিশিরসহ অন্যান্য সদস্যবৃন্দ।

ফাতেমা রহমান বীথি বলেন,শিক্ষা আমাদের মৌলিক অধিকার। স্বাধীনতার পর থেকে ৫৩বছরেও এই দেশে সব শিশুর মানসম্মত অধিকার নিশ্চিত হয়নি। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মানের আকাঙ্ক্ষা নতুন করে জাগ্রত হয়েছে তার অগ্রাধিকারে থাকতে হবে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন। আমরা এই দেশে সুবিধা বঞ্চিত,অধিকার বঞ্চিত কোন শিশু দেখতে চাইনা। ছাত্র ফেডারেশন শিক্ষার্থীদের অধিকার আদায়ে সবসময় মাঠে   ছিলো,আছে,আগামীতেও স্বামর্থ্য অনুযায়ী থাকবে এবং শিক্ষা-সংস্কৃতি-মানবিকতার বিনির্মানে নেতৃত্ব দিবে।

 

 

২৩ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *