ভূঞাপুরে কেক কেটে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনে এক সমর্থক গ্রেফতার

আইন আদালত টাঙ্গাইল ভূঞাপুর রাজনীতি লিড নিউজ

ভূঞাপুর প্রতিনিধি ॥
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কেটে উদযাপন করায় টাঙ্গাইলের ভূঞাপুরে হাসান আলী (৩৬) নামে এক সমর্থককে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) সকালে তাকে টাঙ্গাইল সদর থানায় সোপর্দ করেছে ভূঞাপুর থানা পুলিশ। এর আগে গত রবিবার (৫ জানুয়ারি) রাতে হাসান আলী পৌর শহরের ছাব্বিশা এলাকা থেকে গ্রেফতার করা হয়। হাসান আলী উপজেলা পৌর শহরের ছাব্বিশা গ্রামের হামেদ আলী খানের ছেলে। তিনি ছাত্রলীগের একজন সমর্থক।
জানা গেছে, গত শনিবার (৪ জানুয়ারি) নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। সেদিন রাতে ইবরাহীম খাঁ সরকারি কলেজ ছাত্রলীগের বেশকয়েকজন কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে এবং তা ভিডিও ফেসবুকে পোস্ট করে। যা ভাইরাল হয়।
এ ব্যাপারে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান উল্লাহ জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থকরা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের খবর পেয়ে অভিযান চালালে সেসময় তাদের কাউকে খুঁজে পাওয়া যায়নি। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সমর্থক হাসানের নামে টাঙ্গাইল সদর থানায় নাশকতার মামলা থাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সোমবার (৬ জানুয়ারি) সকালে টাঙ্গাইল সদর থানায় সোপর্দ করা হয়েছে।

 

 

২৩ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *