স্টাফ রিপোর্টার, মির্জাপুর।।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসীন হল ছাত্র সংসদের সাবেক জিএস সাইদুর রহমান সাইদ সোহরাব বলেছেন, বাংলাদেশের ইতিহাস আমাদের আবহমান ইতিহাস। এদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্যবদ্ধভাবে একসাথে বসবাস করেছি, করছি এবং করবো। অনেক রক্ত ও বহু প্রাণের বিনিময়ে স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা সকলেই ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশকে বিনির্মান করবো।
রবিবার (৫ জানুয়ারি) রাতে মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা শিতলতলা গ্রামে অষ্টকালীন লীলাকীর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এবার সারাদেশে শান্তিপূর্ণ দর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। আমরা বিএনপির নেতাকর্মীরা পাহারা দিয়েছি। স্বৈরাচার পতনের পর দেশের কোথাও দুর্গাপুজায় একটি দুর্ঘটনাও ঘটেনি। আগে ষড়যন্ত্র হতো। ষড়যন্ত্র করে বিএনপিসহ অন্যান্য দলকে পরিকল্পিতভাবে সারা পুথিবীর কাছে ছোট করে তারা রাজনৈতিক ফায়সালা হাসিল করতো।
সাঈদ সোহরাব বলেন, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইঁদুর-বিড়াল খেলা শুরু হয়েছে। দেশের মানুষ ইঁদুর-বিড়াল খেলা দেখতে চায় না। গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে অসংখ্য মানুষ শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন।
এ সময় মির্জাপুর পৌর বিএনপির সভাপতি সাবেক ভিপি হযরত আলী মিঞা, উপজেলা কৃষক দল নেতা জাহাঙ্গীর আলম মৃধা, পৌর কৃষক দলের আহ্বায়ক মান্নান খান মান্না, জামুর্কী ইউনিয়ন কৃষক দলের সভাপতি শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান শপথ প্রমুখ উপস্থিত ছিলেন।
স্বৈরাচার পতনের পর দুর্গাপুজায় একটি দুর্ঘটনাও ঘটেনি- সাইদ সোহরাব
২১ Views