ভূঞাপুরে রাতের আঁধারে গুড়িয়ে দেওয়া হলো ‘বঙ্গবন্ধু’র ম্যুরাল

টাঙ্গাইল ভূঞাপুর লিড নিউজ

স্টাফ রিপোর্টার, ভূঞাপুর ॥
টাঙ্গাইলের ভূঞাপুরে রাতের আঁধারে ভেকু (মাটি কাটার যন্ত্র) দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল। সোমবার (৬ জানুয়ারি) রাতে পৌর শহরের ভূঞাপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে নির্মিত বঙ্গবন্ধুর এ ম্যুরালটি গুড়িয়ে দেওয়া হয়। ম্যুরাল ভাঙার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

 

জানা যায়, বিগত ২০১৫ সালের (২৭ অক্টোবর) সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ খ ম মোজাম্মেল হক এমপি ভূঞাপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনসহ বঙ্গবন্ধুর ম্যুরালটি উদ্ধোধন করেন। এরপর থেকে স্থানীয় মুক্তিযোদ্ধারা বিভিন্ন জাতীয় দিবসে এই ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে আসছিল।

 

গত (৫ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হলে সারাদেশের প্রেক্ষাপট পরিবর্তন হয়। সারাদেশের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরের পাশাপাশি সে সময়ে উপজেলা পরিষদ চত্বরের সামনে স্থাপিত ম্যুরালটিও ভেঙে ফেলা হয়। এর কয়েক মাস পর গত (৬ জানুয়ারি) রাতে ভূঞাপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালটি গুড়িয়ে দেয়া হয়।
এ ব্যাপারে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম বলেন, ম্যুরাল ভাঙার বিষয়টি আমার জানা নেই।
এ বিষয়ে ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার পপি খাতুন বলেন, বিষয়টি শুনেছি। দুস্কৃতিকারীরা ঘটনাটি ঘটাতে পারে।

 

 

 

 

 

১৭ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *