মির্জাপুরে স্কয়ার ফার্মার সিনিয়র সেলস মেডিকেল অফিসারকে কুপিয়ে আহত

অপরাধ টাঙ্গাইল মির্জাপুর লিড নিউজ

স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানীর সিনিয়র সেলস্ মেডিকেল অফিসার গুল রায়হানকে (৩৮) কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করে তাকে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোমবার (৬ জানুয়ারি) রাতে হামলার সঙ্গে জড়িত সোলায়মান হোসেনসহ অজ্ঞাতনামা আরও একজনকে আসামী করে মির্জাপুর থানায় একটি মামলা করা হয়েছে। আহত গুল রায়হান রাজশাহী জেলার চারঘাট উপজেলার ইউসুফপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।
জানা গেছে, গুল রায়হান উপজেলা সদরের বাইমহাটি ছাপড়া মসজিদ সংলগ্ন আতোয়ার রহমানের বাড়ির ৫ তলায় পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করেন। ওই বাড়ির একই তলায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন টাঙ্গাইল সদরের করটিয়া বেপারীপাড়ার আজাহার হোসেনের ছেলে সোলায়মান হোসেন (৩০)।

 

মামলার বিবরণে জানা যায়, প্রতিবেশী সোলাইমান হোসেন প্রায়ই তার স্ত্রীর সঙ্গে ঝগড়াঝাটি করতেন। বিষয়টি প্রতিবেশী ভাড়াটিয়ারা বাড়ির মালিককে জানান। এতে বাড়ির মালিক সোলাইমানকে বাড়ি ছাড়ার তাগিদ দিলে গত (৩১ ডিসেম্বর) তিনি ভাড়া বাড়ি ছাড়তে বাধ্য হন। বাড়ি ছাড়ার বিষয়ে গুল রায়হানের হাত রয়েছে এই সন্দেহে গত (২ জানুয়ারি) দুপুরে ফোন করে সোলাইমানকে তাকে ডেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুরাতন বাসস্ট্যান্ডের পূর্বপাশে ব্রীজের কাছে নিয়ে যায়। পরে সেখানে সোলাইমান ও তার এক সহযোগি মিলে গুল রায়হানের উপর হামলা চালায়। হামলাকারী সোলাইমান ধারালো অস্ত্র দিয়ে গুল রায়হানের মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় তাঁর আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলার জামুর্কী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে টাঙ্গাইল সদর হাসাপাতালে ভর্তি করা হয়।

 

এ ব্যাপারে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন মামলার কথা স্বীকার করে বলেন, ধারালো অস্ত্রের আঘাতে গুল রায়হানের মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছে। আসামীদের ধরে আইনের আওতায় নিয়ে আসার জোর চেষ্টা চলছে বলে তিনি জানিয়েছেন।

 

 

 

২২ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *