সোহেল রানা, কালিহাতী।।
টাঙ্গাইলের কালিহাতী পৌর এলাকার ৮টি বণিক সমিতির সকল ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর ১২টায় কালিহাতী কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন মুক্ত মঞ্চে বণিক সমিতির আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ শাহ আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক শাহাদাত হুসেইন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কালিহাতী থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া।
এসময় বগা রোড বনিক সমিতির সভাপতি নারায়ন চন্দ্র, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম (আমিন), বল্লা রোড বনিক সভাপতির সভাপতি শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক আজাহারুল ইসলাম (রাজা), নাজনীন শপিং মল বণিক সমিতির সভাপতি উসমান গনি, সাধারণ সম্পাদক শামীম আল মামুনসহ পৌরসভার মোট ৮ টি বনিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও ব্যাবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বাসস্ট্যান্ড এলাকায় যানজট নিরসন, বল্লা রোডের রাস্তার কাজ অসমাপ্ত থাকা, নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত, সমস্যা ও সমাধান সহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়।
মতবিনিময়কালে ব্যবস্যায়ীদের বিভিন্ন সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের আশ্বাস দেন ইউএনও শাহাদাত হুসেইন। এছাড়াও কালিহাতী উপজেলায় অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন বন্ধে জিরো টলারেন্স ঘোষণা করে অবৈধ এই ড্রেজার মেশিন বন্ধে সকলের সহযোগিতা কামনা করেন। এসময় তিনি ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠানে ট্রেড লাইসেন্স, সিসি ক্যামেরা স্থাপন, মোটরসাইকেলের রেজিষ্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স করাসহ পরিবেশ দূষণ রোধে ময়লা আবর্জনা একটি নির্দিষ্ট স্থানে ফেলতে যার যার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে একটি করে ডাস্টবিন স্থাপন করার অনুরোধ জানিয়ে প্লাস্টিক দ্রব্য পরিহার করার আহ্বান জানান।
এসময় কালিহাতী থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া বলেন, চুরি রোধে পুলিশ নিয়মিত কাজ করে যাচ্ছে। প্রতি রাতে ২-৩টি পুলিশের টিম টহল দিয়ে থাকে। চোর-ডাকাত ধরতে একটি টিম সিভিলেও টহল দেয়।
তিনি ব্যবসায়ীদের নাইট গার্ড নিয়োগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন , নাইট গার্ডদের আমাদের পক্ষ থেকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে যাতে করে পুলিশের পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানে চুরি-ডাকাতি রোধে তারাও যেন সঠিকভাবে কাজ করতে পারে। এছাড়াও তিনি এলাকায় মাদক রোধে সকলের সহযোগিতা কামনা করেন।