টাঙ্গাইল ইয়াং টাইগার্স (অনুর্দ্ধ-১৪) ক্রিকেট দল ফাইনালে উঠেছে

খেলা টাঙ্গাইল

স্পোর্টস রিপোর্টার ॥
কিশোর ক্রিকেটার কনক দাসের ১২৪ বলে অপরাজিত ১৫৫ রানের বিধ্বংসী ইনিংসে টাঙ্গাইল জেলা (অনুর্দ্ধ-১৪) ক্রিকেট দল ১৬৮ রানে নরসিংদী জেলাকে হারিয়ে ফাইনালে উঠেছে। বুধবার (৮ জানুয়ারি) ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে টাঙ্গাইল ইয়াং টাইগার্স জাতীয় (অনুর্দ্ধ-১৪) ক্রিকেটের সেমিফাইনাল খেলায় নরসিংদী জেলা (অনুর্দ্ধ-১৪) ক্রিকেট দলের সাথে টাঙ্গাইল জেলা (অনুর্দ্ধ-১৪) ক্রিকেট দল মুখোমুখি হয়।
খেলায় টস জয়ী টাঙ্গাইল জেলা দল প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৩৪ ওভাওে (কার্টেল) ২ উইকেটে হারিয়ে ২৫৬ রান করে। যার ১৫৫ রানই করেন উদ্বোধনী ব্যাটসম্যান কনক দাস। কনক দাস ১৫৫ মিনিট ২২ গজের ইউকেটে অবস্থান করে ১ টি ছক্কা ও ১৭টি চারে ১২৪ বলে ১৫৫ রানে অপরাজিত থাকে। এছাড়া রামিম ইসলাম ৪৭ রান করে। বোলিংয়ে নরসিংদী জেলার পক্ষে মইনুল ৬৪ রানে ১টি উইকেট দখল করে।

 

জবাবে নরসিংদী জেলা (অনুর্দ্ধ-১৪) ক্রিকেট দল ৩২.১ ওভারে ১০উইকেট হারিয়ে মাত্র ৮৮ রান করলে টাঙ্গাইল জেলা ১৬৮ রানে জয়লাভ করে ফাইনালে উঠে। দলের পক্ষে মোতারিকুল ও আবির উভয়ে ১৬ রান করে। বোলিংয়ে টাঙ্গাইল জেলার পক্ষে ইমাম হাসান ২৭ রানে ৩টি এবং সাকিব আল হাসান ও রাহাত হোসেন ২টি করে উইকেট দখল করে। টাঙ্গাইলের ক্রীড়া কর্মকর্তা আফাজ উদ্দিনের দেওয়া তথ্য মতে, শুক্রবার (১০ জানুয়ারি) একই মাঠে স্বাগতিক ময়মনসিংহ জেলা সাথে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

১৯ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *