স্টাফ রিপোর্টার ॥
অটো গাড়ী চোর ধরে উত্তম মধ্যম (মারপিট) দিয়ে ছেড়ে দিয়ে কদিম ধল্লার বিক্ষুব্ধ জনগন। বুধবার (৮ জানুয়ারী) বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার আসিমতলা থেকে নাটোর জেলার আব্দুল্লাহ (২২) নামে এক অটোগাড়ী চোরকে ধরে এ ঘটনা ঘটে।
জানা যায়, কদিম ধল্লা বাজার থেকে নিরবে একটি অটো গাড়ী চুরি করে পালিয়ে নিয়ে যাচ্ছিল। পথে এ সময় আসিমতলা এলাকায় অন্য কিছু অটো চালকদের সন্দেহ হলে অটো গাড়ী চোর আব্দুল্লাহকে জিজ্ঞাসাবাদ করলে ধরা পড়ে যায়। অটো চোর ধরা পড়ামাত্র উপস্থিত ১০ থেকে ১২ জন অটোচালক ও সাধারণ পথিক অটো চোরকে কিল ঘুষি মারতে থাকে। মারপিটের ফলে সে মুখ থেকে রক্ত ঝরতে থাকে। এই অবস্থায় অটো চোর মারান্তকভাবে আহত হলে এলাকার লোকজন রাস্তায় টইলরত পুলিশ এবং ধল্লা এলাকার মেম্বার সাইজুদ্দিন মিয়া সাজনকে খবর দেয়।
পুলিশ ও এলাকার মেম্বার সাইজুদ্দিন অটো চোরের ওপর যে পরিমান শাস্তি দেওয়া হয়েছে। তাতেই অটো চোরটি ক্ষমা ভিক্ষা চায়। এ সময় অটো চোর জানায়, সে কোন গ্রুপে জড়িত নয় এবং অন্য কোন চোর তাকে সহযোগিতা করেনি। পরে ধল্লাবাসী চুরি আর করবে না মুচলেকা দিলে অটো চোরকে ছেড়ে দেয়।
মির্জাপুরে কদিম ধল্লায় অটোচোরকে মারপিট দিয়ে ছেড়ে দিয়েছে
১৫ Views