সখীপুর প্রতিনিধি ॥
টাঙ্গাইলের সখীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় বেতুয়া ফুটবল একাদশকে (২-০) গোলে হারিয়ে সানবান্দা স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
সখীপুর ছাত্রসংঘ ক্লাব কর্তৃক আয়োজিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এড. আহমেদ আযম খান। অন্যদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ. বাছেদ মাস্টার, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মীর আবুল হাশেম, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পাবেল তালুকদার, ইউসিসিএ লি. এর চেয়ারম্যান ফরহাদ ইকবাল, সখীপুর প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, পাবিনুর রহমান পাপ্পু, রুবেল সরকার প্রমুখ। খেলাটির পৃষ্ঠপোষকতায় ছিলেন কেয়াকলি ফার্নিচারের স্বত্বাধিকারী করিম সিকদার।
এতে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এড. আহমেদ আযম খান বলেন, সুস্থ সমাজ গঠনে খেলাধুলা খুবই গুরুত্বপূর্ণ। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে খেলাধুলার মান বৃদ্ধির জন্য অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। তারই ধারাবাহিকতায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান সারাদেশের ক্রীড়াঙ্গনে খেলাধুলা ছড়িয়ে দেওয়ার জন্য অনেক কাজ করে যাচ্ছে। সুস্থ-সুন্দর বিনোদন ও যুব সমাজের অবক্ষয় রোধে খেলাধুলার বিকল্প নেই।