
সোহেল রানা, কালিহাতী ॥
টাঙ্গাইলের কালিহাতীতে কয়েকদিন ধরে বইছে ঠান্ডা বাতাস আর কনকনে শীত। এই শীতে এলাকার অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের কষ্টের সীমা নেই। ঠিক সেই মুহূর্তে শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে কালিহাতী উপজেলা প্রশাসন।
গত কয়েকদিন ধরেই কালিহাতী ও এলেঙ্গা পৌরসভা এবং পাইকড়া ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে গিয়ে গরিব, দুস্থ ও অসহায় শীতার্ত মানুষের মধ্যে এসব শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক শাহাদাত হুসেইন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুজ্জামান উপস্থিত ছিলেন।
এ বিষয়ে কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক শাহাদাত হুসেইন জানান, শৈত্য প্রবাহের কারণে শীতের প্রকোপ বেড়ে গেছে। এতে শীতার্ত মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলাদেশ সরকারের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় হতে প্রাপ্ত শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নের অসহায় ও হতদরিদ্র সকলের কাছে শীত নিবারণের কম্বল পৌঁছে দেয়া হবে।