টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সভাপতি সোহানসহ ৩ জন রিমান্ডে

আইন আদালত গোপালপুর টাঙ্গাইল টাঙ্গাইল সদর রাজনীতি লিড নিউজ

স্টাফ রিপোর্টার ॥
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের টাঙ্গাইল জেলার সভাপতি সোহানুর রহমান সোহানসহ তিনজনকে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। অন্য আসামিরা হলেন- টাঙ্গাইলের গোপালপুর থানা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রলীগ কর্মী রাসেল কবির (৪০) এবং গোপালপুর উপজেলার ছাত্রলীগ কর্মী কবির হোসেন (২১)।

 

 

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এর আগে আসামিদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও কলাবাগান থানার উপপরিদর্শক তারেক মোহাম্মদ মাসুম তাদের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগে বলা হয়, গত (১৩ ডিসেম্বর) ভোরে রাজধানীর কলাবাগান থানাধীন পান্থপথের আল বারাকা রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার ওপর এজাহারনামীয় ও অজ্ঞাতানামা ১০০/১৫০ জন আসামি একত্রে সমবেত হয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ব্যানার ব্যবহার করে জনসম্মুখে সরকারের বিরুদ্ধে অপ-প্রচারের উদ্দেশ্যে এবং ছাত্রলীগের কার্যক্রমকে গতিশীল করার জন্য মিছিল বের করে। আসামিরা বিভিন্ন উসকানিমূলক স্লোগান দেয়। এছাড়া তাদের মিছিল ও স্লোগান ইলেকট্রনিক মাধ্যমে প্রচার করতে থাকে। সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার জন্য তারা পরিকল্পনা করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

 

 

উল্লেখ্য, টাঙ্গাইল জেলার সভাপতি সোহানুর রহমান সোহানের বিরুদ্ধে টাঙ্গাইলের বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। আওয়ামী লীগ সরকার পতনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে ‘সন্ত্রাসী’ কাজে জড়িত থাকার অভিযোগে গত (২৩ অক্টোবর) ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্র্বতীকালীন সরকার।

 

 

 

Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *