হাবিবুর রহমান, মধুপুর ॥
বাংলাদেশ মাঠ প্রশাসন প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতির টাঙ্গাইল জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়। টাঙ্গাইল জেলা শাখা কমিটি গঠন অনুষ্ঠানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন আমিরুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আব্দুর রশিদ, আবুল কালাম, জুবদিল খান, রীতা সুলতানা, শামসুজ্জামান ও নজরুল ইসলাম প্রমুখ।
পরে বাংলাদেশ মাঠ প্রশাসন প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতির টাঙ্গাইল জেলা শাখার কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয় আমিরুল ইসলাম। সহসভাপতি আব্দুর রশিদ ও আবুল কালাম। সাধারণ সম্পাদক জুবদিল খান, সহ সাধারণ সম্পাদক রীতা সুলতানা নির্বাচিত হয়েছে। সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান ও অর্থ সম্পাদক পদে নজরুল ইসলাম নির্বাচিত হয়।
সংগঠনের নব নির্বাচিত সাধারণ সম্পাদক জুবদিল খান বলেন, সকলের সহযোগিতায় নতুন কমিটি আগামি দিনে তাদের দায়িত্ব পালনে সহযোগিতা কামনা করে। টাঙ্গাইল জেলায় কর্মরত সকল সদস্যদের পাশে থেকে হাত হাত রেখে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।