স্পোর্টস রিপোর্টার ॥
টেন ক্লাবের গোলরক্ষক শামীম আল মামুনের অমার্জনীয় ব্যর্থতায় (২-০) হায়দার আলীর জোড়া গোলে জয়লাভ করেছে হানডেট ক্লাব। শনিবার (১১ জানুয়ারী) সকালে টাঙ্গাইল আউটার স্টেডিয়ামে ফোরটিআপ ব্রাদার্সের আয়োজনে উইন্টার সিজন ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় পর্বের ফিরতি ম্যাচে টেন ক্লাব ও হানডেট ক্লাব মুখোমুখি হয়।
খেলার শুরু থেকে দু’দলই আগোছালো ফুটবল খেলার মাধ্যমে গোল করার চেষ্টা করতে থাকে। তুলনায়মূলক ভালো খেলেও গোলরক্ষক শামীম আল মামুনের ভুলে খেলার ৯ মিনিটে টেন ক্লাব পিছিয়ে পড়ে (০-১) গোলে। এরপর দ্বিতীয়ার্ধের পুরো সময় টেন ক্লাব আক্রমন করে খেলেও গোল করে খেলায় সমতা আনতে পারেনি। উল্টো শেষ দিকে হায়দার আলী টেন ক্লাবের গোলরক্ষকের শিশু সুলভ ব্যর্থতায় হানডেট ক্লাব দ্বিতীয় গোল করে (২-০) জয়লাভ করে পূর্ণ পয়েন্ট সংগ্রহ করে।
মাঠে ফাউল করে খেলার কারনে টেন ক্লাবের অধিনায়ক ইফতেখারুল অনুপমকে রেফারী সুলতান মাহমুদ হলুদ কার্ড প্রদর্শন করেন। অপরদিকে হানডেট ক্লাবের বক্সের মধ্যে নোমান প্রতিপক্ষের স্টাইকারকে ন্যাক্কারজনকভাবে ধাক্কা দিয়ে ফাউল করে ফেলে দেয়। এতে নিশ্চিত একটি পেনাল্টি বঞ্চিত হয় টেন ক্লাব। রেফারি মারাত্মক এই ফাউল এড়িয়ে যান এবং নোমানকে কোন কার্ড প্রদর্শন করেনি। প্রথম পর্বের খেলায় এই দুই দলের খেলা (০-০) গোলে ড্র হয়েছিল।
দুই দলের চার খেলা শেষে হানডেট ক্লাবের পয়েন্ট ৮ এবং টেন ক্লাবের পয়েন্ট ৭ হয়েছে। দুই দলের খেলোয়াড়রা হলেন- হানডেট ক্লাব- ডাঃ নজরুল ইসলাম (অধিনায়ক), রাম, ডা. হায়দার আলী, সুজায়েত, জহুরুল ইসলাম, মোস্তফা খান, মোহাম্মদ রফিক, নোমান এবং এ্যাডভোকেট নাসিম।
টেন ক্লাব- শামীম আল মামুন, প্রফেসর সানোয়ার, বিশ^জিৎ, মতিন, ইমরান, ডাঃ শফিকুল ইসলাম, উজ্জল, আশরাফ, গোবিন্দ কর্মকার এবং অনুপম (অধিনায়ক)।
পরবর্তী খেলা আগামী শুক্রবার (২৪ জানুয়ারী) অনুষ্ঠিত হবে। সেই খেলায় অংশগ্রহণ করবে ওয়ান ক্লাব বনাম হানডেট ক্লাব।
খেলায় রেফারী ছিলেন- সুলতান মাহমুদ। ম্যাচ রেফারীর দায়িত্ব পালন করেন- মোজাম্মেল হক।