গোপালপুরে শীতার্তদের মাঝে  চাদর বিতরণ

গোপালপুর টাঙ্গাইল

গোপালপুর  প্রতিনিধি ।।

টাঙ্গাইলের গোপালপুর পৌরশহরের চন্দ্রবাড়ীর স্বেচ্ছাসেবী সংগঠন অনুবন্ধ সমাজসেবা সংস্থা উদ্যোগে ৩শত শীতার্ত মানুষের মাঝে উন্নতমানের উলের চাদর বিতরণ করেন ঈশিতা ফ্যাশন এর ম্যানেজিং ডিরেক্টর জমশেদ আলী। শনিবার (১১ জানুয়ারি) সকালে চন্দ্রবাড়ী এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়।

সংগঠনের সভাপতি ও বিএনপি নেতা মো. শাজাহান আলী (ভিপি) এর সভাপতিত্বে, শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, প্রভাষক কেএম মো. শামীম হোসেন, ব্যবসায়ী মো. আলী আকবরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিশিষ্ট ব্যবসায়ী ঈশিতা ফ্যাশন এর ম্যানেজিং ডিরেক্টর জমশেদ আলী বলেন অসহায় গরিব ও হতদরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ করে নিজের কাছে অনেক ভালো লাগছে অতদরিদ্র ও অসহায়দের দুঃখ দুর্দশা খুব কাছ থেকে বুঝা যায়।

চাদর পেয়ে শীতার্ত মানুষেরা দাতাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

 

 

১২ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *