সোহেল রানা, কালিহাতী ॥
অবৈধভাবে কাঠ দিয়ে পোড়ানোর অপরাধে টাঙ্গাইলের কালিহাতীতে একটি ইটভাটাকে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহাদাত হুসেইন সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার ছুনটিয়া গ্রামে আমিন ব্রিক্স নামক ইটভাটায় অভিযান পরিচালনা করে এ জরিমানার টাকা আদায় করেন।
এ কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহাদাত হুসেইন জানান, সোমবার (১৩ জানুয়ারি) কালিহাতী উপজেলার ছুনটিয়া গ্রামে অবস্থিত আমিন ব্রিক্স নামের এক ইট ভাটাকে জ্বালানি হিসেবে গাছ/লাকড়ি ব্যবহার করার অপরাধে মোবাইল কোর্ট এর মাধ্যমে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এমন অভিযান চলমান থাকবে।
২১ Views