কালিহাতীতে পিতার অভিযোগে মাদকাসক্ত ছেলেকে ৩ মাসের কারাদণ্ড

আইন আদালত কালিহাতী টাঙ্গাইল লিড নিউজ

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের কালিহাতী উপজেলাতে মা-বাবা মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাবার অভিযোগে শাহআলম (৩৫) নামে এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত শাহ আলম উপজেলার কুটুরিয়া গ্রামের শামছুল হকের ছেলে। সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে তাকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড দিয়ে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া জানান, কালিহাতী উপজেলার কোকডহরা ইউনিয়নের কূটুরিয়া গ্রামের মাদকাসক্ত শাহআলম দীর্ঘদিন যাবৎ মা-বাবা সঙ্গে দুর্ব্যবহার করাসহ এলাকায় নানা অত্যাচার করে আসছিল। এ পরিস্থিতিতে ছেলের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে শাহ আলমের বাবা শামসুল হক সোমবার (১৩ জানুয়ারি) কালিহাতী থানায় সকালে একটি লিখিত অভিযোগ দেন। সকালেই মাদকাসক্ত শাহ আলমকে এলাকাবাসীর সহযোগিতায় আটক করে পুলিশ।

 

 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন জানান, মাদকাসক্ত ছেলে শাহআলম মাদক সেবন করে মা-বাবাকে অত্যাচার করে আসছিল। তার মা-বাবার এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার (১৩ জানুয়ারি) পুলিশের আটকের পর কুটুরিয়াতেই ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।
কালিহাতী থানার এসআই ইমামুল হাসান বলেন, দণ্ডপ্রাপ্ত শাহআলমকে দুপুরেই টাঙ্গাইল জেলহাজাতে পাঠানো হয়েছে।

১৫ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *