ইবরাহীম খাঁ’র আলোকিত ভূঞাপুর গ্রুপের শীতবস্ত্র বিতরণ

টাঙ্গাইল ভূঞাপুর

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় বিভিন্ন এলাকার শীতার্ত মানুষের মাঝে ইবরাহীম খাঁ’র আলোকিত ভূঞাপুর গ্রুপ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। ঢাকার স্বনামধন্য সূর্য তোরণ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় সোমবার (১৩ জানুয়ারি) বিকালে পৌর শহরের ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে শীত বস্ত্র বিতরণ করা হয়।
খায়রুল খন্দকারের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মির্জা মহীউদ্দীন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইবরাহীম খাঁ’র আলোকিত ভূঞাপুর গ্রুপের প্রধান উপদেষ্টা সন্তোষ কুমার দত্ত, গ্রুপের উপদেষ্টা আব্দুস ছালাম, খাইরুজ্জামান ভূইয়া, মনিরুজ্জামান তরফদার বাবু, আঞ্জু আনোয়ারা ময়না ও ইবরাহীম খার আলোকিত গ্রুপের সভাপতি কামরান পারভেজ ইভান ।

 

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইবরাহীম খাঁ’র আলোকিত ভূঞাপুর গ্রুপের উপদেষ্টা মামুন তরফদার, রমা রাণী ভৌমিক, হোসনেয়ারা পপি, কামরুন নাহার, আব্দুল লতিফ তালুকদার, হালিমুর রশিদ রিপন, প্রিন্সিপাল ইবরাহীম খাঁর তৃতীয় প্রজন্ম গ্রুপের উপদেষ্টা ও সূর্য তরুণ ফাউন্ডেশনের প্রতিনিধি তারিকুজ্জামান খাঁ কিংশুকসহ গ্রুপের এডমিনগণ ও সমাজের সর্বস্তরের শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, প্রতি বছরের ন্যায় এ বছরও চলমান শীতের তীব্রতা দেখে উপজেলার বিভিন্ন এলাকার অসহায় শীতার্ত মানুষের মাঝে সূর্য তরুণ ফাউন্ডেশন তাদের অর্থায়নে ও স্থানীয় সংগঠন ইবরাহীম খাঁ’র আলোকিত ভূঞাপুর গ্রুপের সার্বিক সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ করা হয়।

১৫ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *