স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে মঙ্গলবার (১৪ জানুয়ারি) ‘অ্যাপেয়ারেল ডিজাইনের ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সেমিনার হলে অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইকবাল মাহমুদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইপিলিয়ন গ্রুপের সিনিয়র ডিজাইনার বদরুল হুদা। এছাড়া মূল বিষয়ের উপর আলোচনা করেন ডিজিটাল ফ্যাশন ওয়্যারের থ্রিডি ফ্যাশন ডিজাইনার রেজওয়ানুল ইসলাম ও বিভাগের সহযোগী অধ্যাপক আবু বকর সিদ্দিক। সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন। স্বাগত বক্তব্য রাখেন সেমিনার ব্যবস্থাপনা কমিটির আহবায়ক ও বিভাগের সহযোগী অধ্যাপক এ কে এম আয়াতুল্লাহ হোসেন আসিফ।
এ সময় প্রধান অতিথি বলেন, বিশ্বব্যাপী ফ্যাশন ও অ্যাপায়ারেল শিল্প একটি দ্রুত পরিবর্তনশীল খাত। প্রযুক্তি, টেকসই উন্নয়ন এবং ভোক্তাদের চাহিদার পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেয়াই আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ডিজিটালাইজেশন, যেমন ৩ডি ডিজাইন সফটওয়্যার এবং এআই-চালিত ট্রেন্ড প্রেডিকশন, এ খাতকে আরও গতিশীল করে তুলছে। একই সাথে টেকসই ফ্যাশন এখন সময়ের দাবি। আমরা জানি পৃথিবীর পরিবেশ রক্ষার ক্ষেত্রে ফ্যাশন শিল্পের দায়বদ্ধতা রয়েছে। তাই পরিবেশবান্ধব উপাদান ব্যবহার, পুর্ণব্যবহারযোগ্য ফ্যাব্রিক এবং ন্যায্য শ্রমনীতি প্রয়োগের মাধ্যমে আমরা এই খাতকে আরও নৈতিক ও স্থায়িত্বশীল করতে পারি।
সেমিনারে নতুন প্রজন্মের ডিজাইনাররা তাদের সৃজনশীলতার মাধ্যমে কীভাবে বৈশ্বিক মানচিত্রে বাংলাদেশকে আরও উজ্জ্বল করতে পারে সে সম্পর্কে আলোচনা হবে। আমাদের সৃজনশীলতা, উদ্ভাবনী ক্ষমতা এবং শ্রমশক্তি আমাদের এই শিল্পকে একটি নতুন উচ্চতায় পৌঁছে দিবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, এখন থেকে ডিগ্রি নিয়ে শুধু নিজেকে নিয়ে না ভেবে দেশ ও দেশের অর্থনীতির কথাও চিন্তা করতে হবে। প্রতিটি শিক্ষার্থীকে শিক্ষার পাশাপাশি মানবিক গুণের অধিকারীও হতে হবে।
সেমিনারে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।