নাগরপুরে শীতবস্ত্র বিতরণ করলেন ইউপি সদস্য বেল্লাল

টাঙ্গাইল নাগরপুর

স্টাফ রিপোর্টার, নাগরপুর ॥
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়নের চাষা ভাদ্রা ৬নং ওয়ার্ডের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন ইউপি সদস্য বেল্লাল সরদার। বুধবার (১৫ জানুয়ারী) দুপুরের দিকে চাষা ভাদ্রা মোড়ে শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়। সাংবাদিক মাসুদুর রহমান মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাহাঙ্গীর আলম সরদার।

 

 

ভাদ্রা ইউনিয়ন পরিষদের সদস্য বেল্লাল সরদার বলেন, মানবতার সেবায় আমরা একটি পরিবার হয়ে কাজ করতে চাই। যে কোন বিপদে এলাকার মানুষের পাশে থেকে তাদের সেবা করে যে চান। এ সময় সকলের দোয়া ও ভালবাসা কাম্য করেন তিনি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আওলাদ হোসেন, দৌলতপুর সরকারি পিএস উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শফিকুল ইসলাম সেন্টু, মিলন মিয়া, সেমাজ সেবক এরশাদ হোসেন। এ সময় সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

 

 

Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *