টাঙ্গাইলে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা

টাঙ্গাইল টাঙ্গাইল সদর লিড নিউজ

স্টাফ রিপোর্টার।।
টাঙ্গাইলে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) দিনব্যাপী টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শরীফা হক। জেলা সিনিয়র নির্বাচন অফিসার মতিয়ুর রহমানের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় বক্তব্য রাখেন ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক নির্বাচন অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুর রহিম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দীন, সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার প্রমুখ। প্রশিক্ষণ কর্মশালায় ২৯৮ জন অংশ গ্রহণ করেন।

আগামী ২০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত তথ্য সংগ্রহ ও কার্যক্রম চলবে। ৫ ফেব্রুয়ারি থেকে ১১ এপ্রিল পর্যন্ত নিবন্ধন কার্যক্রম চলবে।

 

১৯ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *