মির্জাপুরে তারুণ্যের উৎসবে খেলাধুলা ও পিঠা উৎসব

টাঙ্গাইল মির্জাপুর লিড নিউজ

স্টাফ রিপোর্টার, মির্জাপুর।।
টাঙ্গাইলের মির্জাপুরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে দিনব্যাপী খেলাধূলা ও পিঠা উৎসবের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) উপজেলা সদরের সরকারি সদয় কৃষ্ণ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.বি. এম আরিফুল ইসলাম। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন রনি, সাবেক কাউন্সিলর আলী আজম সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এ আয়োজনে খেলাধূলার মধ্যে ছিল ক্রিকেট, ফুটবল ও কাবাডি এবং নানা পদের পিঠাপুলির স্টল। সকালে উপজেলা পরিষদ বনাম পৌরসভা একাদশের মধ্যে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। এতে ৭উইকেটে উপজেলা পরিষদ একাদশ বিজয়ী হয়। বিকেলে একই মাঠে ফুটবল ও কাবাড়ি খেলা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ. বি. এম আরিফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত খেলার উদ্বোধন করেন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী। এসময় অন্যদের মধ্যে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, পৌর বিএনপি’র সভাপতি হযরত আলী মিঞা, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ইয়াহ ইয়া খান মারুফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এসএম মহসীন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ফরিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
ফুটবল টুর্নামেন্টের খেলায় ১-০ গোলে পৌরসভা একাদশকে হারিয়ে উপজেলা পরিষদ একাদশ বিজয়ী হয়। অন্যদিকে কাবাডি খেলায় উপজেলার বানাইল ইউনিয়নের দুটি দল অংশ নেয়। একই মাঠে দেশীয় ঐতিহ্যবাহী দুধের পিঠা, দুধপুলি, তেলের ও ভাপা পিঠাসহ নানা রকমের পিঠার উৎসব হয়।

 

১৪ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *