টাঙ্গাইলে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৮ মাসের অন্তঃসত্ত্বা নারীর অনশন

টাঙ্গাইল টাঙ্গাইল সদর লিড নিউজ

স্টাফ রিপোর্টার।।
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন ৮ মাসের অন্তঃসত্ত্বা এক নারী। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে টাঙ্গাইল সদর উপজেলার কাতুলি ইউনিয়নের ডুবাইল গ্রামে প্রেমিকের বাড়িতে এ অবস্থান পালন করে অন্তঃসত্ত্বা ওই নারী। এদিকে অন্তঃসত্ত্বা প্রেমিকার খবর পেয়ে বাড়ি থেকে পালিয়েছে অভিযুক্ত প্রেমিক আলি শেখ। বিষয়টি এলাকায় জানাজানি হলে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি করেছে। এ বিষয়ে অন্তঃসত্ত্বা নারী বাদি হয়ে টাঙ্গাইল আদালতে মামলা দায়ের করেছেন।

মামলা ও পরিবার সূত্রে জানা যায়, ২০২২ সালে সিরাজগঞ্জ জেলার বগুড়া শেরনগর গ্রামের এক নারীর সাথে টাঙ্গাইল সদর উপজেলার কাতুলি ইউনিয়নের ডুবাইল গ্রামের চান মিয়ার ছেলে আজাদ হোসেনের সাথে বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর তাদের পুত্র সন্তান (দেড় বছর) হয়। পরে স্বামী আজাদ জীবিকার তাগিদে ২০২৩ সালের ৭ নভেম্বর মালয়েশিয়াতে পারি জমায়। এসময় ঔ নারী সন্তান নিয়ে শশুর বাড়ি বসবাস করতে থাকেন। এ অবস্থায় আজাদের চাচাতো ভাই আলিম শেখ আজাদের বাড়িতে আসা যাওয়া করতো। একপযার্যে আলিমের সাথে ঔ নারীর সাথে মোবাইল ফোনের মাধ্যমে সর্স্পক গড়ে উঠে। এসময় তাদের মধ্যে একাধিবার শারীরিক সর্ম্পক গড়ে উঠে। এতে ঔ নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বিষয়টি জানাজানি হলে শশুর বাড়ির লোকজন তাকে ঘরে তুলেনি। এ অবস্থায় আলিম তাকে বিয়ের আশ্বাস দিলেও তা করেনি। এ নিয়ে একাধিক শালিসি বৈঠক হলেও কোন সুরহা হয়নি। পরে বৃহস্পতিবার শনিবার সকালে অন্তঃসত্ত্বা নারী বিয়ের দাবিতে আলিমের বাড়িতে অনশন শুরু করেন। এসময় ঔ নারীর উপস্থিতি টের পেয়ে আগেই বাড়ি থেকে পালিয়ে যায় আলিম।

মেয়ের বাবা বলেন, শশুর বাড়ির লোকজন আমার মেয়েকে ঘরে নিচ্ছে না। আমরা সঠিক বিচারের দাবি করছি। ছেলের চাচা হাকি বলেন, আমিও এর সুষ্ঠু সমাধান চাই।
অন্তঃসত্ত্বা নারী বলেন, বিয়ের আশ্বাস দিলেও আলিম শেখ আমাকে বিয়ে করেনি। আমি সঠিক বিচার চাই।

১৩ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *