স্টাফ রিপোর্টার।।
টাঙ্গাইল পৌর এলাকার ৬নং ওয়ার্ড কলেজ পাড়ায় সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল। শুক্রবার (১৭ জানুয়ারী ) সকালে শহরের ৬নং ওয়ার্ড কলেজপাড়া সাবেক কাউন্সিলরমরহুম শুকুর মিয়ার বাসার সামনে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় প্রায় চার শতাধিক শীতার্তদের মাঝে এশীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো: সামছুল হক,শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলিম, সদ উপজেলা বিএনপির সহ-সভাপতি মামুন সরকার,তাতীদল সাধারন সম্পাদক হাবিবুর রহমান, স্বেচ্ছাসেবকদল নেতা রিপন চৌধুরী, সাবেক ছাত্রদল নেতা রফিকুল ইসলাম, সাবেক ছাত্রদল ও যুবদলের সদস্য মো: মেহেদী হাসান (জনি) প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির সহ- সভাপতি হাদিউজ্জামান সোহেল। অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।