স্টাফ রিপোর্টার।।
টাঙ্গাইলের বাসাইলে শীতার্ত অসহায়-দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে উপজেলা কাঞ্চনপুর ইউনিয়নের সৈদামপুর কাঁঠালতলী বাজারে ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেড এবং এমটিবি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে পাঁচ শতাধিক শীতার্ত অসহায়-দুস্থ মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন, ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেডের পরিচালক (প্রশাসন এবং সেবা) আশরাফ হোসেন,বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত ডিআইজি ও অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির সহ-সভাপতি ইয়াসমিন গফুর।
এসময় আরও উপস্থিত ছিলেন, শামসুন্নাহার,নুরুন্নাহার,সৈদামপুর ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহিন আল মামুন প্রমুখ।
৭ Views